Mamata Banerjee condoles Sitaram Yechury’s death

Sitaram Yechury: ইয়েচুরির মৃত্যু ‘জাতীয় রাজনীতির ক্ষতি’ : মমতা

সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুকে ‘জাতীয় রাজনীতির ক্ষতি’ বললেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘শ্রী সীতারাম ইয়েচুরি মারা গিয়েছেন জেনে আমি দুঃখিত। আমি সংসদ সদস্য থাকাকালীন তাঁকে চিনতাম। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতি ক্ষতিগ্রস্ত হল। আমি তাঁর পরিবার, পরিজন এবং সহকর্মীদের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি।’’

অন্যদিকে রাহুল গান্ধী লেখেন, ‘সীতারাম ইয়েচুরি একজন বন্ধু ছিলেন। তিনি ভারতের চেতনার রক্ষক, দেশ সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। আমাদের মধ্যে যে দীর্ঘ আলোচনা হত, তা খুবই মিস করব।’ প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির পরিবার, পরিজন, বন্ধুদের সমবেদনা জানান তিনি।

ইয়েচুরির দলের বিরুদ্ধে বাংলায় আপসহীন লড়াইয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছিলেন মমতা। যদিও গত বছর জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গড়ে ওঠার পরে বেশ কয়েকটি বৈঠকে তাঁরা একসঙ্গে হাজির থেকেছেন। সিপিএমের সাধারণ সম্পাদককে ‘ইয়েচুরিজি’ বলে সম্বোধনও করতে শোনা গিয়েছে তৃণমূলনেত্রীকে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের রাজনৈতিক আদর্শগত তফাত থাকলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করি, বিরোধীদের মিটিং চলাকালীন একাধিকবার ওনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি।’ ইয়েচুরির প্রজ্ঞা, সংসদীয় নীতি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কথাও অভিষেককে তুলে আনেন স্মৃতিচারণে।

‘ইন্ডিয়া’র বৃহত্তম দল কংগ্রেসের সাংসদ তথা লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার ইয়েচুরির মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেন, ‘‘সীতারাম ইয়েচুরিজি আমার বন্ধু ছিলেন। আমাদের দেশের বিষয়ে তাঁর ছিল গভীর উপলব্ধি। ভারতীয় চেতনার একজন রক্ষক ছিলেন তিনি।’’