Jammu kashmir:Ahead of PM Narendra Modi’s visit 2 soldiers, 5 terrorists killed Jammu and Kashmir

Jammu kashmir: মোদীর প্রচারের আগে ধারাবাহিক হানা কাশ্মীরে! ২৪ ঘণ্টায় তিন সংঘর্ষে হত ২ সেনা, ৫ জঙ্গি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার থেকে আনুষ্ঠানিক ভাবে জম্মু ও কাশ্মীরে ভোটপ্রচার শুরু করলেন। তার আগেই ধারাবাহিক হামলা চালিয়ে নিজেদের শক্তি জানান দিল জঙ্গিরা। শনিবার ভোরে জম্মুর কিস্তওয়ারে জঙ্গিদের গুলিতে দুই সেনা নিহত হয়েছেন। অন্য দিকে, কাশ্মীর উপত্যকার বারামুলায় সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে তিন জঙ্গি।

সেনার তরফে জানানো হয়েছে, শহিদ জওয়ানদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার রয়েছেন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাশাপাশি কিশতওয়ারকে সংযোগকারী ছাতরু বেল্টের নাইদঘাম এলাকায় একটি কর্ডনে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যায়। সেই খবর পাওয়ার পরই সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। তখনই জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে শহিদ হন দুই জওয়ান। এঁরা হলেন নায়েব সুবেদার বিপন কুমার এবং জেসিও সিপাহী অরবিন্দ সিং।

জঙ্গিরা ডোডা থেকে এসে কিস্তওয়ারে ডেরা বেঁধেছিল বলে সেনার দাবি। অন্য দিকে, উত্তর কাশ্মীরের বারামুলায় পাট্টন এলাকায় চক টাপের ক্রেরিতেও শুক্রবার রাত থেকে গুলির লড়াই শুরু হয়েছিল। সেখানে শনিবার সকালে তিন জঙ্গির দেহ উদ্ধার হয়। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে শেষ বার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে।জম্মু ও কাশ্মীরে শেষ বার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোটগ্রহণ পর্ব শুরু। কাশ্মীরের ৯০টি আসনে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বরের পর ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোট রয়েছে। গণনা ৮ অক্টোবর। বিধানসভা ভোট বানচালের উদ্দেশে পাক মদতপুষ্ট জঙ্গিরা সেখানে মরিয়া হয়ে হামলা চালাচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে দাবি।