RG Kar Protest of Junior Doctor

Junior doctors: জট কাটতে পারে, বললেন জুনিয়র ডাক্তাররা, ইমেল গেল নবান্নে

অচলাবস্থা কাটাতে রাজ্যের সঙ্গে আলোচনায় রাজি জুনিয়র ডাক্তাররা। নবান্নে ইতিমধ্যে ই-মেল করে বিষয়টি জানিয়ে দিয়েছেন তাঁরা।

জুনিয়ার ডাক্তাররা বলেন, আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রী আজকে আসায় আমরা খুবই খুশি। আমাদের পাঁচদফা দাবিকে সামনে রেখেই আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রী যখন যেখানে বলবেন আমরা সেখানেই আলোচনায় বসতে রাজি।

নিজেদের মধ্যে বৈঠক শেষে ডাক্তারেরা বলেন, ‘‘আমরা আলোচনায় বসতে চাই। আজকে চাইলে আজকে। এখনই চাইলে এখনই। আমাদের দাবিদাওয়া আমাদের কাছে আসল জায়গা। তা নিয়েই আমরা বসতে চাই।” আলোচনায় জট কাটতে পারে। আমরা বার বার বলেছি। যে কোনও মুহূর্তে কাটতে পারে।

জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, “মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চাইছেন। আমরাও পাঁচ দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাইছি। বার বার আমরা এক কথাই বলছি, আমরাও আলোচনায় বসতে রাজি আছি।”

রাগ বা জেদাজেদির কোনও বিষয় নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনও জায়গায় আলোচনা করতে রাজি আছি। আমরা আধ-এক ঘণ্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে মুখ্যমন্ত্রী যেখানে ডাকবেন আমরা যাব।