Typhoon Yagi devastated Southeast Asia countries

Typhoon Yagi : বিধ্বংসী টাইফুনে স্রেফ মায়ানমারেই পলকে উড়ে গেলো ৬৬ হাজার বাড়ি

শুধুই ধ্বংসের ছবি। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু বিধ্বংসী চেহারা নিয়ে রবিবার মায়ানমারের স্থলভাগে প্রবল শক্তিতে আছড়ে পড়েছে টাইফুন ইয়াগি।

মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। চারদিকে স্বজনহারাদের কান্না, আর্তনাদ। বিধ্বংসী টাইফুন ইয়াগির হানায় এমনই অবস্থা ভারতের প্রতিবেশী মায়ানমারের।

ইয়াগির দাপটে মায়ামারের বহু গাছ, বাড়ি, গাড়ি ভেঙে পড়েছে। অনেক বাড়িঘর বন্যায় ভেসে গিয়েছে। শক্তিশালী ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে মায়ানমারের বহু এলাকা।

সংবাদ সংস্থা এএফপির তথ্যমতে, ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

ইয়াগি চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন। ভিয়েতনাম, লাওস, চীনা দ্বীপ হাইনান এবং ফিলিপাইন জুড়ে ইতিমধ্যেই বিধ্বংসী রূপ দেখিয়েছে এ টাইফুন।

টাইফুনটি মায়ানমারে পৌঁছানোর আগেই এর প্রভাবে দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অন্তত ২৮৭ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলেছে, গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩৭৫ স্কুল ও একটি মঠসহ প্রায় ৬৬ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে কয়েক মাইল সড়ক ও বিভিন্ন অবকাঠামো। এ ছাড়াও শুক্রবার পর্যন্ত ১৮৭টি ত্রাণ শিবিরে ২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষকে স্থান দেওয়া হয়েছে।