অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্মৃতিবিজড়িত বিভিন্ন পণ্য স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যা কম নয়। তাই স্টিভ জবসের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। এবার স্টিভ জবসের সই করা ১০ ডলারের একটি চেক অনলাইনে নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন।
আরআর অকশনের তথ্যমতে, হাতে লেখা চেকটি ১৯৭৬ সালের ১৬ জুলাই ইলমার ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানকে দিয়েছিলেন স্টিভ জবস। নিলামে তোলা চেকটির মূল্য ২৫ হাজার মার্কিন ডলার বা ৩০ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে) পর্যন্ত উঠতে পারে। নিলামে এরই মধ্যে চেকটির মূল্য ১২ হাজার ৬৫০ ডলার বা সাড়ে ১১ লাখ টাকা পর্যন্ত উঠেছে।চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস এবং ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন ‘অ্যাপল-১’ কম্পিউটার।ª
স্টিভ জবস বলতেন সামনের দিকে তাকালে আপনি ধাঁধা মেলাতে পারবেন না; পারবেন কেবল পেছনের দিকে ফিরে তাকালে। তাই আপনাকে ভরসা করতে হবে যে, ওই ধাঁধা কোনো না কোনোভাবে আপনার ভবিষ্যতে গিয়ে মিলবে। আপনাকে কিছু একটাতে ভরসা রাখতেই হবে। হোক সেটা আপনার সাহস, ভাগ্য, জীবন, কর্ম বা অন্য কিছু। এই দর্শনে আমি কখনও ব্যার্থ হইনি। এই বিশ্বাসই আমার জীবনে সকল পার্থক্য গড়ে দিয়েছে।
আমাদের জীবনের বড় অংশজুড়েই থাকে কাজ। আর, কাজ থেকে যদি সত্যিকারের তৃপ্তি পেতে চান, তবে সেই কাজটি করুন যেটি আপনার চোখে ভালো কাজ। এমন মহৎ কাজ করার একমাত্র উপায় হল নিজের কাজকে ভালোবাসা। আর এখনও পর্যন্ত আপনি সে কাজ খুঁজে না পেয়ে থাকেন, তবে খুঁজতে থাকুন। হতাশ হবেন না। নিজের মনের কথা শুনলে আপনি নিজেই জানতে পারবেন যে, কখন সেটা খুঁজে পাওয়া যাবে। আর যে কোনো ভাল সম্পর্কের মতোই, কয়েক বছর পেরোলে সেটা আরও উন্নত হতে থাকে। তাই খুঁজতে থাকুন, হতাশ হবেন না।গোরস্তানের সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। বরং রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি যে ভালো কিছু করেছি, সেটি ভাবতে পারাই আমার কাছে গুরুত্বপূর্ণ।