নিম্নচাপ ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত একাধিক জেলা। বাঁধ ভেঙেছে। জল ঢুকেছে লোকালয়ে। ডুবেছে বাড়িঘর। এমন পরিস্থিতিতে জলে ডুবে প্রাণ গেল ২ জনের। মুর্শিদাবাদে ত্রাণ নিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুকন্যার। অন্যদিকে কেশপুরের এক যুবক রাস্তা পার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গিয়েছে।
সূত্রের খবর, বেলা ১২টার কিছু পরে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েছে মুখ্যমন্ত্রীর গাড়ি। দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাওড়ার উলুবেড়িয়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। সেখানে থেকে মুখ্যমন্ত্রীর হুগলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেও যেতে পারেন খবর।
মঙ্গলবার উদয়নারায়ণপুর বিডিও অফিসে পরিস্থিতি মোকাবিলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়, জেলাশাসক পি দীপাপপ্রিয়া, স্থানীয় বিধায়ক সমীর পাঁজা এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।