সিনে প্রেমীদের দারুণ সুখবর! এখন আপনি ৯৯ টাকায় যেকোনো সিনেমার টিকিট কেটে হলে বসে সেই সিনেমা দেখতে পারবেন। এই অফারের অধীনে PVR হোক বা Cinepolis, আপনি পাবেন সিনেমার টিকিট মাত্র ৯৯ টাকায় । আগে যে টিকিটের জন্য আপনাকে ৩০০-৪০০ টাকা খরচ করতে হত এখন সেই সব সিনেমাও দেখতে পাবেন, মাত্র ৯৯ টাকায়। ২০ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র দিবস । এই দিনে, প্রায় সমস্ত প্রেক্ষাগৃহ তাদের গ্রাহকদের টিকিট বুকিংয়ে এই অফারটি দেবে। মাত্র ৯৯ টাকায় সিনেমার টিকিট বুক করতে, আপনি BOOKMYSHOW, PVR Cinemas, Paytm, INOX, CINEPOLIS, CARNIVAL অনলাইন অ্যাপ ব্যবহার করতে পারেন।
এই সিনেমার টিকিট বুক করার জন্য অ্যাপে গিয়ে আপনার লোকেশন বেছে নিতে হবে। তারপর কোন সিনেমা দেখবেন তা ঠিক করতে হবে এবং তারিখের জায়গায় শুধুমাত্র ২০ সেপ্টেম্বর বেছে নিতে হবে। এরপরে বুক টিকিট অপশনে ক্লিক করলেই আপনার টিকিটের মূল্য দেখাবে মাত্র ৯৯ টাকা। এবার সিট বেছে নিয়ে পেমেন্ট অপশন থেকে আপনার বুক করা সিটের জন্য পেমেন্ট করে দিন।
অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে সেক্ষেত্রে টিকিট বুকিংয়ের টাকা শুধুমাত্র ৯৯ টাকা দেখালেও এর সঙ্গে জুড়ে যাবে অতিরিক্ত কিছু চার্জ। যেমন ট্যাক্স, হ্যান্ডলিং চার্জ ইত্যাদি। এই অতিরিক্ত চার্জ একেকটি প্রেক্ষাগৃহে একেক রকম হবে।
আপনি যদি অফলাইনে এই ৯৯ টাকায় সিনেমার টিকিট কাটতে চান, তাহলে ২০ সেপ্টেম্বর আপনাকে নিকটবর্তী কোনও সিনেমা হলে গিয়ে টিকিট কাটতে হবে এবং তারপরে আপনি সিনেমা দেখার সুযোগ পাবেন। সেখানেও একইভাবে আপনার পছন্দসই আসন এবং সময় জানিয়ে টিকিট বুক করতে পারেন।