জগতের কিংবদন্তি এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। দেশ ও সমাজের প্রতি তার অমূল্য অবদান এবং অসাধারণ ব্যক্তিত্বের জন্য তিনি সবার কাছেই শ্রদ্ধার পাত্র ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউডের বিভিন্ন তারকা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেছেন।
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন এক আবেগঘন টুইটে লেখেন, “রতন টাটা কেবল একজন শিল্পপতি ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের মানবপ্রেমী। তার চিন্তা-ভাবনা এবং সামাজিক দায়িত্ববোধ আমাদের সবার জন্য একটি উদাহরণ। তার আত্মার শান্তি কামনা করি।”
অভিনেতা শাহরুখ খানও শোক প্রকাশ করে লেখেন, “রতন টাটা এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে শুধুমাত্র ব্যবসা নয়, গোটা দেশকেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। আজ আমরা একজন মহান ব্যক্তিত্বকে হারালাম।”
প্রিয়াঙ্কা চোপড়া তার ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “রতন টাটা আমাদের সবার জন্য ছিলেন অনুপ্রেরণা। তার দূরদর্শিতা, মানবিকতা এবং দানের মানসিকতা চিরকাল আমাদের মনে থাকবে।”
রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, এবং অন্যান্য বলিউড তারকারাও টাটার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। টাটার সামাজিক উন্নয়নমূলক কাজের প্রতি তারকাদের গভীর সম্মান এবং ভালবাসার বহিঃপ্রকাশ দেখা যায় তাদের প্রতিক্রিয়ায়।
রতন টাটার মৃত্যুতে শুধু ব্যবসায়িক জগতেই নয়, পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তার সেবামূলক কর্মকাণ্ড, দানের উদার মনোভাব এবং দেশের উন্নয়নে তার অগ্রণী ভূমিকা তাকে সবসময় স্মরণীয় করে রাখবে। বলিউডসহ বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব অমর হয়ে থাকবে।