Bangladesh: goddess kalis crown which gifted by narendra modi stolen from bangladesh temple

Bangladesh: উপহার দিয়েছিলেন মোদী, সেই মুকুট চুরি যশোরেশ্বরী মন্দির থেকে

দুর্গাপুজোর মধ্যেই বাংলাদেশের সাতক্ষীরার বিখ্যাত ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির থেকে চুরি গিয়েছে দেবী কালীর মুকুট। ওই মুকুটটি উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুকুট চুরির কথা জানিয়েছেন মন্দিরের পুরোহিত দিলীপ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরের মুকুট গায়েব হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্র তদন্ত শুরু হয়। তদন্ত তদারকিতে পুলিশ সুপার সহ পদস্থ পুলিশ অফিসারেরা মন্দিরে যান। মন্দিরের সেবাইত পরিবারের তরফে কৃষ্ণ চট্টোপাধ্যায় জানান, মন্দিরের সিসি টিভির ক্যামেরার ছবিতে দেখা গিয়েছে বছর তিরিশের এক ব্যক্তি মন্দিরে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। ওই সময় মন্দিরের কর্মীরা বাসনপত্র ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। অপরিচিত ওই ব্যক্তিই মুকুটটি চুরি করেছে বলে মনে করা হচ্ছে।  শ্যামনগর থানার পুলিশ আধিকারিক তাইজুল ইসলাম জানিয়েছেন, মন্দিরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোরকে শনাক্ত করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত চোরকে পাকড়াও করে মুকুট উদ্ধার করা যায়নি।

২০২১-এর মার্চে ওই মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদী । তখনই যশোরেশ্বরী কালী মূর্তির মাথায় রুপোর উপরে সোনার জল করা মুকুটটি পরিয়ে দেন তিনি। ওই ঘটনা নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস শুক্রবার একটি বিবৃতি দিয়েছে। তাতে তারা বলেছে, ‘২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল, সেটা চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি। আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি।’

যশোরেশ্বরী মন্দির বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থক্ষেত্রে। সতীর ৫২ পিঠের একটি ওই মন্দির। ওই একই সফরে বাংলাদেশের ওড়াকান্দিতে মতুয়া মন্দিরেও পুজো দেন মোদী।