Abhishek Banerjee: CBI will not investigate the case of 2 women arrested over allegations of making comments on Abhishek bandyopadhyays daughter

Abhishek Banerjee: অভিষেক-কন্যাকে নিয়ে কুমন্তব্যের জেরে হেফাজতে নিয়ে মারধর! সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য জেরে ধৃত দুই মহিলার উপর পুলিশি মারধরের অভিযোগে যে সিবিআই তদন্ত চলছিল, তার উপরে স্থগিতাদেশ দিল হাইকোর্টের পূজা অবকাশকালীন বিশেষ বেঞ্চ।

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৬ নভেম্বর পর্যন্ত ওই ঘটনায় মামলা দায়ের করতে পারবে না সিবিআই। আগামী ৪ তারিখ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তত দিন পর্যন্ত ডিভিশন বেঞ্চের নির্দেশে দুই তরুণীকে হেফাজতে নিয়ে অত্যাচারের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবে না সিবিআই।

জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ধৃত দুই মহিলা বিজেপি কর্মীকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পুজো অবকাশকালীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার । রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দ্রুত শুনানির আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করে আজ, সোমবার বিকেল সাড়ে চারটেয় মামলার শুনানি হয়।

অথচ মূল মামলাকারীরা আদালতে উপস্থিত ছিলেন না। জানা যায়, সিবিআইও এখনও পর্যন্ত মামলা নথিভুক্ত করেনি। এর পরেই আদালতের নির্দেশ, আগামী ৬ নভেম্বর পর্যন্ত ওই ঘটনায় মামলা দায়ের করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী দল।

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিল থেকেই অভিষেকের নাবালিকা কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) এক মহিলা ডায়মন্ড হারবার থানায় ওই দুই তরুণীর বিরুদ্ধে মামলাও করেন। তার পরেই গত ৭ সেপ্টেম্বর নিমতা থেকে গ্রেফতার হয়েছিলেন দুই তরুণী।