The News Nest: সরকারিভাবে নির্বাচনী রাজনীতিতে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী! রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়ানড় আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন সোনিয়াকন্যা। মঙ্গলবার নির্বাচন কমিশন ওয়ানড়ের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেই ওই কেন্দ্রে প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কার নাম জানিয়ে দিল কংগ্রেস।
চব্বিশের লোকসভা ভোটে গান্ধী-গড় রায়বরেলি ও নিজের কেন্দ্র ওয়ানড়– দুটি আসন থেকেই লড়েন রাহুল গান্ধী। দুই আসনেই বিশাল ব্যবধানে জিতেছেন তিনি। একটি আসন তাঁকে ছাড়তেই হতো। শেষ পর্যন্ত মায়ের ছেড়ে যাওয়া আসন রায়বরেলি রেখে ওয়ানড় ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। আর দাদার ছেড়ে যাওয়া সেই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী।
প্রিয়াঙ্কার এই পদক্ষেপ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের সমর্থকদের উজ্জীবিত করবে এবং বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের অবস্থানকে আরও শক্তিশালী করবে। কেরালায় ওয়েনাড কেন্দ্রটি কংগ্রেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক বিশ্লেষকের মতে, এই পদক্ষেপের মাধ্যমে কংগ্রেস দক্ষিণে তার শক্তি পুনরুদ্ধার করতে এবং বিজেপির উত্থান ঠেকাতে চায়। পাশাপাশি প্রিয়াঙ্কা ইতিমধ্যে দক্ষ বক্তা ও জনমত সংগঠক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, যা তার প্রচারণায় সহায়ক হবে
রাহুল গান্ধী ওয়েনাড থেকে নির্বাচন করে বিপুল সমর্থন পেয়েছিলেন, কিন্তু এবার তিনি উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্র রাখার সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয়াঙ্কার এই প্রার্থীতা দক্ষিণ ভারত এবং কংগ্রেসের মধ্যে সংযোগ আরও দৃঢ় করবে, যা কংগ্রেসকে নতুন শক্তি দেবে।