Wb By election: Son of late haji Nurul get Tmc ticket for Harowa seat

Wb By election : উপনির্বাচনে হাড়োয়ায় তৃণমূলের প্রার্থী হাজি নুরুলের পুত্র

বিজেপির প্রার্থিতালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের ছয় আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। শাসকদল সূত্রে খবর, স্থানীয় নেতৃত্বের উপরই ভরসা রাখা হয়েছে উপনির্বাচনে।

আগামী ১৩ নেভম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আরজি কর কাণ্ডের আবহে দলের জনসমর্থনে ভাটা পড়েছে কি না, তা জানার জন্য এই উপনির্বাচন শাসকদলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই উপনির্বাচনের অন্যতম আসন হল হাড়োয়া। এই আসনটি এর আগে তৃণমূল কংগ্রেসেরই ছিল। হাজি নুরুল ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ের পরে হড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। পরে সাংসদ থাকাকালীন অবস্থায় তিনি গত ২৫ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। এই আবহে হাড়োয়া কেন্দ্রটি তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন প্রয়াত সাংসদের দুই পুত্র। তাঁর বড় ছেলে আনারুল ইসলাম এবং মেজো ছেলে রবিউল ইসলাম। এ ছাড়াও কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনীর নাম নিয়ে আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত রবিউলকেই প্রার্থী হিসাবে বেছে নিল তৃণমূল।