Imran Khan's Wife Bushra Bibi Released from Charges, When Will Imran Be Freed?"

Imran khan: কারামুক্ত ইমরান খানের স্ত্রী বুশরা বিবি , ইমরানের মুক্তি কবে?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে তার বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে পাকিস্তানের আদালত। বুশরা বিবি, যিনি “বুশরা বেগম” নামেও পরিচিত, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছিল। এই মামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল আল-কাদির ট্রাস্টের দুর্নীতি মামলা, যেখানে বলা হয়েছিল যে বুশরা বিবি ও ইমরান খান তাদের ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের মাধ্যমে আর্থিক সুবিধা নিয়েছেন।

বুশরা বিবির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্ষমতার অপব্যবহার করে অর্থনৈতিক সুবিধা অর্জন, সরকারি সম্পত্তি ও প্রকল্পে অনৈতিক হস্তক্ষেপ এবং ব্যক্তিগত কাজে সরকারি সম্পদ ব্যবহারের অভিযোগ। তবে আদালত রায়ে জানিয়েছে যে, বুশরা বিবির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণের অভাব রয়েছে। এ কারণে তাকে সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এই রায়ের পর ইমরান খানের সমর্থক এবং পিটিআই দলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং আদালতের এই সিদ্ধান্তকে ন্যায়বিচারের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, সমালোচকরা মনে করেন যে এটি রাজনৈতিক প্রভাবের ফলাফল হতে পারে।

বুশরা বিবির মুক্তির পর তার আইনজীবী জানান, বুশরা বিবি সবসময় নির্দোষ ছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল ভিত্তিহীন।