ধনতেরসের দিন সোনা, রূপা, বাসনপত্র, ঝাঁটা ইত্যাদি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী, ধনতেরসে কেনাকাটা করলে আপনার সম্পদ ১৩ গুণ বেড়ে যায়। এই দিনে যানবাহন, জমি এবং সম্পত্তি ইত্যাদির লেনদেনও করতে পারেন।
কিন্তু ২০২৪ সালের ধনতেরস নিয়ে ভক্তদের মনে একাধিক বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন, ধনতেরস ২৯ অক্টোবর উদযাপিত হবে। কারও মতে, ৩০ অক্টোবরেই ধনতেরস। কিন্তু সঠিক তারিখ কোনটি? পঞ্জিকা বলছে, ত্রয়োদশী তিথির সূচনা ২৯ অক্টোবর। সকাল ১০:৩১ মিনিট থেকে শুরু। সমাপ্তি ৩০ অক্টোবর, দুপুর ১:১৫ নাগাদ। উদয় তিথি অনুসারে, ২৯ অক্টোবর, মঙ্গলবারই ধনতেরস উদযাপিত হবে।
কেনাকাটার জন্য যে তিনটি মুহূর্ত সবচেয়ে শুভ তার একটি শুরু হচ্ছে সকাল ৬:৩১ মিনিট থেকে। শেষ হচ্ছে সকাল ১০:৩১ মিনিটে। দ্বিতীয় মুহূর্ত সকাল ১১.৪২ মিনিট থেকে দুপুর ১২.২৭ মিনিট পর্যন্ত থাকবে। শেষ তথা তৃতীয় মুহূর্তটি গোধূলি বেলায়। শুরু ৫.৩৮ মিনিটে। শেষ সন্ধ্যা ৬.০৮ মিনিটে। ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী ও কুবেরের পাশাপাশি ধন্বন্তরির পুজোও করা হয়। তার জন্য সন্ধ্যা ৬.৩১ মিনিট থেকে রাত ৮.৩১ মিনিটের সময়টি শুভ।
শুধু সোনা-রুপো নয়, ধনতেরাসের দিন আরও কয়েকটি জিনিস কেনা শুভ। যদি বাসনপত্র কেনার পরিকল্পনা করে থাকেন, তবে তামা বা পিতলের বাসন কিনবেন। এদিন স্বস্তিক চিহ্ন কিনে দরজার সামনে লাগালে বা ঝাড়ু কিনলে তা সংসারে শুভ শক্তি বহন করে আনে। পড়াশোনার জিনিস যেমন পেনও কিনতে পারেন।ধনতেরসের দিনে ত্রিপুষ্কর যোগ তৈরি হচ্ছে। এই যোগের সময়কালে কেনাকাটা করা খুব শুভ।