Shah Rukh Khan: Shah Rukh Khan Meets Fan Who Had Been Waiting Outside Mannat For 95 Days

Shah Rukh Khan: ‘মন্নত’-এর বাইরে ৯৫ দিনের অপেক্ষা! অবশেষে ফ্যানের সঙ্গে দেখা করলেন শাহরুখ!

৯৫ দিন বলিউডের বাদশার বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন ঝাড়খণ্ডের এক অনুরাগী! আশা, এক বার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করবেন। অনেকেই ভেবেছিলেন, অনুরাগীর আশা পূর্ণ হবে না। কিন্তু অনুরাগীর স্বপ্নপূরণ করলেন শাহরুখ। তাঁর সঙ্গে দেখা করার পাশাপাশি একসঙ্গে ছবিও তুলেছেন অভিনেতা। সেই ছবি আপাতত সমাজমাধ্যমে ভাইরাল।

সমাজমাধ্যমে একাধিক ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রতি দিন কী ভাবে তিনি অপেক্ষা করেছেন। পোস্টার হাতে এক একটি দিন অতিক্রান্ত হয়েছে এবং তিনি তা লিখে রেখেছেন। ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। একাধিক সংবাদমাধ্যমে ওই ব্যক্তির খবর ছড়িয়ে পড়ে। তার পরেই নড়েচড়ে বসে শাহরুখের টিম।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি জানিয়ে ছিলেন, ‘গ্রামে আমার একটা কম্পিউটরের দোকান রয়েছে। ব্যবসা বন্ধ করেই শাহরুখ স্যরের সঙ্গে দেখা করতে এসেছি। আর হ্যাঁ, যতদিন না দেখা পাচ্ছি, ততদিন ঝাড়খণ্ডে ফিরে যাব না। ব্যবসা বন্ধ রাখার কারণে লোকসান তো হচ্ছেই, কিন্তু কী করব, দেখা তো করতেই হবে। স্ত্রী, মা সকলকে ছেড়ে মন্নতের বাইরে পড়ে রয়েছি। ওরা কিন্তু আমার এই পাগলামিতে উৎসাহ দিয়েছে। তাই যদি দেখা না পেয়ে চলে যেতে হয়, তাহলে মানসম্মান আর থাকবে না।’

অনুরাগীদের অনুরোধ রাখতে সব সময়েই যথাসাধ্য চেষ্টা করেন শাহরুখ। এ বারেও খবর পেয়ে তিনি পদক্ষেপ করেছেন। ‘মন্নত’-এর বাইরে অপেক্ষারত অনুরাগীকে বাড়ির অন্দরমহলে ডেকে নিয়েছেন বাদশা। তাঁর সঙ্গে ছবিও তুলেছেন। সেই ছবি দেখেই শাহরুখের প্রশংসা করেছেন তাঁর ভক্তেরা।