ফের একবার মার্কিন মুলুকের দায়িত্ব নিজের হাতে নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে ফের একবার ক্ষমতায় আসতে চলেছেন ট্রাম্প। বুধবার ফলঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন তিনি। এরপর নিজের ভাষণে ফের একবার সোনার আমেরিকা গড়ার কথা তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প।
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, “এই জয় ঐতিহাসিক। সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা। আমেরিকাবাসীকে ধন্যবাদ।” ট্রাম্প দাবি করেন, অনুপ্রবেশ সমস্যা থেকে ইউএফও রহস্য, যাবতীয় বিষয়ে সমাধান করবে তাঁর সরকার।
তিনি আরও বলেন, ‘আমেরিকা গোটা বিশ্বে ফের একবার নিজেকে চেনাবে। আমেরিকা যে চিন্তাধারা করে তা গোটা বিশ্ব মেনে নেয়। এই ধরণের রাজনৈতিক জয় আমেরিকা এর আগে দেখেনি।’ দেশের প্রতিটি মানুষ এরফলে আরও এগিয়ে যাবে বলেও এদিন জানিয়ে দিলেন ডোনান্ড ট্রাম্প।
নিজের জয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দিলেন তিনি। তাঁর বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল, আমেরিকাকে জগৎসভায় ফের শ্রেষ্ঠ করে তোলার আশ্বাস। ট্রাম্পের সঙ্গেই মঞ্চে উঠেছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের অন্য সদস্যেরা। ছিলেন আমেরিকার সম্ভাব্য হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।
প্রসঙ্গত, ট্রাম্প তাঁর প্রচারের সুর বেঁধেছিলেন ‘আমেরিকা প্রথম’ এবং ‘আমেরিকাকে ফের শ্রেষ্ঠ করে তোলো’— এই দুই স্লোগানের উপর ভর করে। ২০১৬ এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জাতীয়তাবাদী এই ভাষ্য এবং স্লোগানের উপর ভর করে প্রচার সেরেছিলেন ট্রাম্প। এ বারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন ট্রাম্প যখন ভাষণ দিচ্ছেন, তখন তাঁর সমর্থকেরা একনাগাড়ে ‘আমেরিকা-আমেরিকা’ স্লোগান দিতে থাকেন। ট্রাম্প উদ্বেলিত সেই সমর্থকদের উদ্দেশে বলেন, “সব সমস্যার সমাধান করব। আমরা আবার আমেরিকার সোনালি যুগ ফিরিয়ে আনব।”