Narendra Modi: "Heartiest Congratulations My Friend": PM Modi To Trump On Big US Win

Narendra Modi: ‘বন্ধুকে মন থেকে শুভেচ্ছা’, জয়ের পর ট্রাম্পকে বার্তা নরেন্দ্র মোদির

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প। ৫৩৮ আসন সংখ্যার মধ্যে ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন তিনি। মার্কিন আইনসভার দুকক্ষেই জয়জয়কার রিপাবলিকানদের। হোয়াইট হাউসের ওভাল অফিসে উড়তে চলেছে লাল পতাকা। ‘প্রিয় বন্ধু’র এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্রাম্পকে ‘ বন্ধু’ বলে সম্বোধন করে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমার বন্ধুকে মন থেকে শুভেচ্ছা জানালাম এই ঐতিহাসিক জয়ের জন্য। তিনি আরও লেখেন, এর আগেও তুমি নিজের কার্যকাল সফলতার সঙ্গে কাটিয়েছিলে। ফের একবার ভারত-আমেরিকার সম্পর্ক যাতে দৃঢ় হয় সেদিকেই দুই দেশের নজর থাকবে। বিশ্বশান্তি এবং নিজেদের মানুষদের জন্য ভাল কিছু করার চেষ্টা আমাদের দুজনের মধ্যেই থাকবে।’

আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল ট্রাম্পের। মার্কিন মুলুকে যখন ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন তখন তাকে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে বিশেষ সম্মান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্প যখন এদেশে আসেন তখন ভারতের পক্ষ থেকে ‘নমেস্তে ট্রাম্প’ নামেও অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পর ফের ভারত–মার্কিন সম্পর্ক ফের নতুন মাত্রা পাবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বন্যায় ভাসছেন ট্রাম্প। ভোটের ফলাফল সামনে আসতেই বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দেন তিনি। বর্ষীয়ান নেতা বলেন, “এই জয় ঐতিহাসিক। ধন্যবাদ জানাই আমেরিকাবাসীকে। আপনাদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করব। ফের আমেরিকাকে সোনার দেশে পরিণত করব।”