Elon Musk, Vivian Wilson and Donald Trump C

Elon Musk: ট্রাম্প জয়ী হওয়ায় বাবাকে আক্রমন করে পোস্ট মাস্কের রূপান্তরকামী সন্তান ভিভিয়ান উইলসনের

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর, টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্কের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু তারই মাঝে মাস্কের রূপান্তরকামী মেয়ে, ভিভিয়ান উইলসন (পূর্ব পরিচয়ে জেভিয়ার আলেকজান্ডার মাস্ক) সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট করে দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন।

ভিভিয়ান, যিনি জন্মে পুরুষ ছিলেন কিন্তু লিঙ্গ পরিবর্তন করে নারী হয়েছেন, ট্রাম্পের জয়কে কেন্দ্র করে মেটা প্ল্যাটফর্ম থ্রেডসে লিখেন, “আমেরিকায় আমার ভবিষ্যৎ আর নেই।” তিনি জানান, ট্রাম্পের শাসনে রূপান্তরকামীদের বিরুদ্ধে আইন পরিবর্তন হওয়া সম্ভব নয়, কারণ ট্রাম্পকে সমর্থন করা ভোটাররা এই বিষয়েও একমত।

এই পোস্টের পর, ইলন মাস্ক ভিভিয়ানকে আক্রমণ করে বলেন, “জাগ্রত হওয়ার পর আমার ছেলে মৃত,” যা ভিভিয়ান আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এরপর তিনি লেখেন, “আপনি এখনও কান্নাকাটি করছেন, আর আমি সবসময়ই আক্রান্ত হয়ে থেকেছি।”

এছাড়া, ভিভিয়ান তার বাবা ইলন মাস্ককে “পাগল” এবং “নিষ্ঠুর” বলেও আক্রমণ করেন। ২০২০ সালে মাস্ক রূপান্তরকামীদের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা ভিভিয়ানের ক্ষোভের কারণ ছিল। ২০২২ সালে তিনি আইনি প্রক্রিয়ায় তার নাম পরিবর্তন করে নতুন পরিচয়পত্রের জন্য আবেদন করেন, যাতে বাবার নাম বাদ দেওয়া হয়।