Kabhi Main Kabhi Tum : sudipa chatterjee slams bengali serial makers prises Pakistani serial kabhi main kabhi tum

Kabhi Main Kabhi Tum: পাক সিরিয়ালে মন মজেছে সুদীপার, এক হাত নিলেন বাংলা সিরিয়াল নির্মাতাদের

সদ্য শেষ হয়েছে পাকিস্তানের সুপারহিট সিরিয়াল কভি ম্যায় কভি তুম। সেদেশের সুপারস্টার ফাহাদ মুস্তফা ও হানিয়া আমির অভিনীত এই সিরিয়াল প্রায় গোটা পৃথিবীর দর্শক মন জয় করেছে। এবার এই সিরিয়ালের প্রশংসায় পঞ্চমুখ হলেন সুদীপা চট্টোপাধ্যায়।

কভি ম্যায় কভি তুম ধারাবাহিকটির শেষ পর্ব টিভিতে নয়, দর্শকদের দাবিতে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। সেই প্রসঙ্গ টেনে জনপ্রিয় এই সঞ্চালিকা লেখেন, ‘একটি টিভি সিরিয়াল সারা দেশের সিনেমা হলে শেষ মেগা এপিসোড রিলিজ করছে। আজ সারা দেশে হাজার হাজার লোক মিলে সিনেমা হলে এই এপিসোডটা দেখবে, পারলে এই সিরিয়ালটি ইউটিউবে দেখে নেবেন, কভি ম্যায় কভি তুম। এখানে শুধুমাত্র নায়িকাই রান্না করবে, বাসন মাজবে, মন্দিরে প্রদীপ জ্বালাবে….. আবার বরকে বাবু আর আপনি বলে সম্মোধন করবে। এবং এখানেই শেষ নয়- শাশুড়ি মায়ের অত্যাচার মুখ বুজে সইবে। দাঁড়ান! দাঁড়ান! এখানেই শেষ নয়, আরও আছে। বন্দুক হাতে অশুভ শক্তির নিধন করবে। আর মাঝে মাঝে, বরের প্রেমিকা বা বউকে সাহায্য করবে । এটা কোন বর্বরতার দিকে মেয়েদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে? দর্শকরা বাধ্য হচ্ছেন, আমাদের প্রতিবেশী দেশ- পাকিস্তানের সিরিয়াল মুগ্ধ হয়ে দেখতে। কি সুন্দর গল্পের বন্ধন, কি ন্যাচরাল মেকআপ, কি স্বাভাবিক জামা কাপড়, কোনও সেট নয়। সব আসল লোকেশনে শ্যুটিং । বাঘা বাঘা অবিনেতারা তাতে। আমরা কোনওদিনও ভাবতে পারি একটা গল্প মানুষ এত পছন্দ করেছে যে নির্মাতারা বাধ্য হয়ে, Theatrical release করছে শেষ এপিসোড?’

তিনি আরও লেখেন, ‘আর কবে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ বুঝবেন, যে দর্শক টিভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? বাধ্য হচ্ছেন- বাংলাদেশি নাটক, পাকিস্তানি সিরিয়াল,আর কোরিয়ান ড্রামা দেখতে। এটা কতদিন অস্বীকার করবেন? সেই এক গল্প, এক পোশাক, এক সেট। এবার জাগুন! আর কতদিন শাঁখাঁ-সিঁদুরের দিব্যি দিয়ে এক গল্প নতুন মোড়কে চালাবেন?’

ধারাবাহিকের টিআরপি প্রসঙ্গে সুদীপার বক্তব্য, আগে সর্বোচ্চ টিআরপি ছিল ১১ বা ১২ । এখন তা নেমে দাঁড়িয়েছে ৭.৭-এ । তিনি তাঁর পোস্টে বলেন, ‘টেলিভিশন ইন্ডাস্ট্রি একটা বড় মাপের ইন্ডাস্ট্রি। প্রচুর পরিবার চলে এই ইন্ডাস্ট্রিকে ভিত্তি করে। অনেক সংসার চলে। সেই ইন্ডাস্ট্রিকে নিয়ে এত ছেলেখেলা! বেশিদিন সইবে না। কেন বাস্তব থেকে সরে আসছে বাংলা সিরিয়াল? আমি জানি এর পর আমাকে অনেকে খারাপ খারাপ কথা লিখবেন। হয়তো ট্রোল হব আবার। কিন্তু,আজ এই পোস্টার তা দেখে আর থাকতে পারলাম না। আমি এই ইন্ডাস্ট্রিকে ভালবাসি । এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। তার কাছে আমার দায়বদ্ধতা আছে। সত্যিকারের মন খারাপ থেকে এত কিছু লিখলাম।’