ফের শিরোনামে আর জি কর (RG KAR)। এবার হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন আর জি কর মেডিক্যালের নার্সিং ছাত্রী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ট্রমা কেয়ারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রুমমেটের সঙ্গে অশান্তির জেরেই এই ঘটনা। তবে আদতেই কি তাই? নাকি নেপথ্যে রয়েছে অন্য তথ্য, তা জানার চেষ্টায় তদন্তকারীরা।
জানা গিয়েছে, শনিবার রাতে হস্টেলে নিজের ঘরেই আত্মহত্যার চেষ্টা করেন ওই পড়ুয়া। তাঁর হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেই আঘাত কী ভাবে হল, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, হস্টেলে নিজেদের মধ্যে কোনও কারণে বচসা হয়। সেই বচসা থেকেই আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন ওই পড়ুয়া। টালা থানায় ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। সূত্রের খবর, ঘটনা সম্পর্কে খোঁজখবর শুরু করেছে পুলিশ। বর্তমানে আহত অবস্থায় আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি আছেন ওই পড়ুয়া। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
সূত্রের খবর, ওই তরুণী রাতে আলো জ্বালিয়ে পড়াশোনা করতেন। তাতে রুমমেটের আপত্তি ছিল। তা নিয়ে অশান্তি হয়। বুল্টি কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এর জেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই তরুণী। তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। তদন্তে আসল তথ্য উঠে আসবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
পুলিশের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আগামিকাল জিজ্ঞাসাবাদ করা হতে পারে ওই ছাত্রীর রুমমেটদের।