পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সোমবার ইসলামাবাদের রাস্তায় নেমেছিলেন হাজারো সমর্থকেরা। ক্রমে সেই বিক্ষোভ মিছিল সংঘর্ষের আকার নেয়। সেনার সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তন পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জনই সেনা জওয়ান এবং এক জন বিক্ষোভকারী। পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতেই সে দেশের সেনা ইমরান সমর্থকদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে।
সোমবার ইসলামাবাদে ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে তাঁর দলের সমর্থকরা। সারা দেশেই ইমরানের দলের আন্দোলন রোখার পরিকল্পনা নিয়েছিল শেহবাজ শরিফের সরকার। কিন্তু সেই পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে ইসলামাবাদের বুকেই আন্দোলন শুরু করে ইমরানের দল।রবিবার থেকেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে। সোমবার সন্ধেয় সেই মিছিল ইসলামাবাদে পৌঁছয়। মঙ্গলবার সেখান থেকেই ফের শুরু হয় মিছিল। ইসলামাবাদে রাজধানী এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ ভবন যে এলাকায়, সেখানেই ডি-চকের দিকে যাওয়ার চেষ্টা করে মিছিল।
ইসলামাবাদের ডি জোন বা ডেমোক্র্যাসি চত্বর হল কনস্টিটিউশন অ্যাভিনিউ এবং মহম্মদ আলি জিনহা অ্যাভিনিউর মাঝের এলাকা যা নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছে পাক প্রশাসন। ডি জোনের পরেই আছে রেড জোন যেখানে পাক সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর অফিস রয়েছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো ও ছবি মিলেছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তায় নেমে এসেছেন ইমরান খানের বহু সমর্থক। দেখা মিলেছে অজস্র গুলির ফাঁকা খোল। ইমরানের সমর্থকদের দাবি, পুলিশ-প্রশাসন ও সেনা নির্বিচারে গুলি চালিয়েছে। আন্দোলন দমানোর জন্য পাকিস্তান সরকার পেশিশক্তির প্রয়োগ করছে বলে অভিযোগ তাঁদের।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চার জন সেনা জওয়ান শহিদ হয়েছেন। ইমরানের দলের এক নেতা জুলফি বুখারি জানিয়েছেন, এক জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আরও ২০ জন আহত হয়েছেন। পাঞ্জাব প্রদেশের পুলিশ আধিকারিক উসমান আনোয়ার জানিয়েছেন, এই সংঘর্ষে এখনও পর্যন্ত ১১৯ জন আহত হয়েছন। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
ہم کسی صورت پیچھے نہیں ہٹیں گے،
لطاسب ستی اپنے قافلے کے ہمراہ 26 نمبر پر پہنچ گئے ہیں pic.twitter.com/zQI9CwzDYU
— Imran Riaz Khan 𝓯𝓪𝓷𝓼 (@iimranrizkhan) November 25, 2024