Lip Care : Dry lips this winter? Try these homemade balms for natural hydration

Lip Care: শীত পড়তেই ঠোঁট ফাটছে? ম্যাজিক হবে এই সব উপাদানে

বাতাসে আর্দ্রতা কমছে। ত্বক শুষ্ক হওয়ার সঙ্গেই ঠোঁট ফাটার সমস্যা শুরু হয়েছে অনেকের। ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, কালো ও ফেটে যাওয়ার মতো অবস্থা শীতকালে খুব সাধারণ ঘটনা। কারোও তো ফাটা ঠোঁট থেকে রক্তও বেরিয়ে যায়।

শরীর যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড না হলে, স্বাভাবিকভাবেই ঠোঁট ফাটে ও শুষ্ক হয়ে যায়। শুধু হাইড্রেট না হওয়ার জন্যই নয়, এর পিছনে রয়েছে অনেক কারণ। সুন্দর ঠোঁটে লিপস্টিক যাতে অক্ষত থাকে, তার জন্য বিদেশি ও দামি পণ্য ব্যবহার করে থাকি আমরা। কিন্তু সবসময় তার সুফল পাওয়া যায় না। তাই ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে তৈরী ক্রিমে যা আপনার ঠোঁট ফাটার সমস্যাকে সমাধান করবে নিমেষেই।

  • ঠোঁটের যত্নে এই সময় অর্থাৎ শীতে অনেকেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে থাকেন। এর সঙ্গে খানিকটা মধু মিশিয়ে নিন। রাতে এই প্রলেপ মেখে শুয়ে পড়লে আরও ভাল। সকালে ঠোঁট কোমল হবে।
  • ঠোঁটের যত্ন নিতে গ্লিসারিনেই মিশিয়ে নিতে পারেন অলিভ অয়েল। ঠোঁট থাকবে আর্দ্র ও তুলতুলে।
  • এক চামচ করে চিনি গুঁড়ো ও টকদই নিন। সঙ্গে দিন এক চামচ নারকেল তেল। ভাল করে মিশিয়ে ফাটা ঠোঁটের উপর লাগিয়ে রাখুন আধঘন্টা। শুকিয়ে গেলে হালকা করে ঘষে তুলুন ও জল দিয়ে ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। পার্লারের মতো নরম ও মসৃণ ঠোঁট পেতে এই মিশ্রণটির জুড়ি নেই।
  • তিলের তেল ঠোঁট মোলায়েম রাখতে সাহায্য করে। ভিতর থেকে আর্দ্র রাখে। লিপ বাম বা পেট্রলিয়াম জেলির সঙ্গে এই তেল মিশিয়ে মাখলে ঠোঁট ভাল থাকবে।