উত্তরপ্রদেশের জালাউনে এক নার্সকে গণধর্ষণের অভিযোগ। নির্যাতিতার স্বামীর দাবি, তাঁর স্ত্রীর যৌনাঙ্গে লাঠি, লঙ্কার গুঁড়ো প্রবেশ করানো হয়েছে। সে সময় চার জন তাঁকে চেপে ধরেছিলেন। যদিও পুলিশের দাবি, গ্রামেরই এক জনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল নার্সের। ওই ব্যক্তি এবং তাঁর পরিবার মারধর করেছেন নির্যাতিতাকে। তবে নির্যাতিতা গুরুতর কিছু অভিযোগ করেছেন, যার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা পেশায় নার্স। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এলাকারই একজনের সঙ্গে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ স্কুটি নিয়ে কাজে যাওয়ার সময় তাঁর পথ আটকায় কয়েকজন। ছিলেন ওই ব্যক্তিও। তারপর তাঁকে ঝোপে নিয়ে যাওয়া হয়। যাঁর সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তিনি এবং তঁর পরিবারের সদস্যরা মিলে মহিলাকে প্রথম বেধড়ক মারধর করেন।
এবিষয়ে নির্যাতিতার স্বামী বলেন, ‘আমার স্ত্রীকে এক ব্যক্তি তাঁর ভাইপো এবং আরও কয়েকজন মিলে মারধর করে। চারজন মাটিতে ফেলে আটকে রাখে ও দুজন ধর্ষণ করে।’ এই ঘটনা উস্কে দিল কলকাতার আরজি কর ও দিল্লির নির্ভয়া কাণ্ডের স্মৃতি। চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল দিল্লিতে, যা নিয়ে তোলপাড় হয় দেশ। সেখান থেকে শিক্ষা নিয়েও পাল্টায়নি চিত্র। অগস্টে কলকাতার আরজি করেও একই ধরনের ঘটনা হয়। এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে।
উত্তরপ্রদেশে কি রাত দখল হবে ? পদ্ম সরকারকে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন নেট নাগরিকরা। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে যারা কথা বলেন সেই পদ্মপার্টির লোকজন কি এই ঘটনা নিয়েও সরব হবেন ? মোদী বাবু কি এই ঘটনায় যোগী প্রশাসনের সমালোচনা করবেন ? প্রশ্ন ছুড়েছেন নেটাগরিকরা।