শীতের মুখে পর্যটকদের জন্য সুখবর। দীর্ঘ সময়ে বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল গুরুদংমার লেকে যাওয়ার রাস্তা। চুংথাং, লাচেন এবং লাচুং-এর পথে রবিবার সকাল থেকে পর্যটকদের গাড়ি যাতায়াত শুরু করেছে। সিকিমের পর্যটনমন্ত্রী টিটি ভুটিয়ার ঘোষণা, নর্থ সিকিমে যাওয়ার জন্য পর্যটকদের পারমিট দেওয়া শুরু হয়েছে। এর আগে টুং-নাগা রোডে গাড়িগুলির ট্রায়াল রান হয়েছে।
আজ থেকেই খুলে গেল টুং নাগা রুট। এই রাস্তা দিয়েই উত্তর সিকিমের চুংথাং, লাচেন, লাচুংয়ের মতো অত্যন্ত আকর্ষণীয় জায়গাগুলিতে যেতে হয়। তবে আজ রাস্তা খুললেও একাধিক বিধিনিষেধ মেনে চলতে হবে। জানিয়ে দেওয়া হয়েছে, সকাল ১০টার মধ্যে গাড়িগুলিকে মঙ্গন বাজার এলাকা অতিক্রম করতে হবে। এছাড়া রাস্তার সংস্কারের কাজে কোনওরকম বাধা দেওয়ার অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সিকিম সরকার স্পষ্ট জানিয়েছে। এখন মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় শুধুমাত্র গাড়ি চলাচল করতে পারবে। মূলত যানযট এড়াতেই এমন পদক্ষেপ।
আরও পড়ুন: Digha Beach : দিঘায় এবার গোয়ার স্বাদ! প্রমোদতরীতে হবে বিলাস ভ্রমণ, জানুন কবে থেকে
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেড়াতে গেলে একদিন আগে অথবা যেদিন বেড়াতে যাবেন সেদিন সকাল সাড়ে ৯টার মধ্যে পাস সংগ্রহ করতে হবে। এছাড়াও পর্যটকদের এসইউভি গাড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ছোট গাড়ি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।