Canada: Canadian Court Grants Bail To Khalistani Terrorist Arsh Dalla Amid India's Push For His Extradition

Canada: নিজ্জর ঘনিষ্ঠ খলিস্তানি জঙ্গি অর্শদীপের জামিন, ভারতে প্রত্যর্পণের দাবি গুরুত্ব দিল না কানাডা

গ্রেফতারির তিন সপ্তাহের মধ্যেই জামিন পেয়ে গেলেন খলিস্তানপন্থী সন্ত্রাসী অর্শদীপ সিংহ গিল ওরফে অর্শ ডাল্লা। কানাডার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। অর্শদীপের গ্রেফতারির পরই তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছিল ভারত সরকার। কিন্তু তার মধ্যেই তাঁর জামিন মঞ্জুর হওয়ায় ভারতের উদ্বেগ বাড়ল বলেই মনে করছেন অনেকে। অর্শদীপকে ৩০ হাজার আমেরিকান ডলারের বন্ডে জামিন দিয়েছেন বিচারক। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ২৫ লক্ষের বেশি। এই মামলার পরবর্তী শুনানি পরের বছর ২৪ ফেব্রুয়ারি।

গত অক্টোবর মাসে অর্শদীপকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গুরজন্ত সিং নামে আরেক গ্যাংস্টারের সঙ্গে গাড়িতে চেপে যাচ্ছিল অর্শদীপ। সেই সময় গাড়ির ভিতরে রাখা আগ্নেয়াস্ত্র থেকেই গুলি বেরিয়ে গিয়ে আহত হয় কুখ্যাত জঙ্গি। বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় দুজনকে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশের সামনে দুই গ্যাংস্টার জানায়, দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তাদের উপরে। ঘটনার তদন্ত করতে নেমে অর্শদীপের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তার পরেই দুই গ্যাংস্টারকে গ্রেপ্তার করা হয়।

সেই মামলাতেই সম্প্রতি জামিন পেয়েছে অর্শদীপ। সূত্রের খবর, ৩০ হাজার ডলারের বন্ডের ভিত্তিতে জামিন পেয়েছে খলিস্তানি নেতা। তবে মামলার শুনানি চলবে কানাডার আদালতে। উল্লেখ্য, অক্টোবর মাসে অর্শদীপ গ্রেপ্তার হওয়ার পরেই ভারতের তরফে একাধিকবার কানাডা প্রশাসনের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। তার জামিন মঞ্জুর করার ক্ষেত্রেও ভারতের প্রবল আপত্তি ছিল। তা সত্ত্বেও জামিন দেওয়া হয়েছে অর্শদীপকে।সূত্রের খবর, অর্শদীপের প্রত্যপর্ণের ব্যাপারে পিছু হটবে না ভারত সরকার। গত মাসেই কানাডার অন্টারিওর এক আদালতে ভারত সরকারের প্রত্যপর্ণের অনুরোধ সংক্রান্ত মামলা নথিভুক্ত করা হয়েছে।

ভারতে একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে অর্শদীপের বিরুদ্ধে। ভারতের তরফে তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণাও করা হয়েছিল। তবে নাগাল পাওয়া যায়নি। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, কানাডায় স্ত্রীকে নিয়ে বাস করছিলেন অর্শদীপ। খলিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিংহ নিজ্জর হত্যায় ভারত যুক্ত বলে অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাল্টা ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছে, অভ্যন্তরীণ রাজনীতির অঙ্কে কানাডার মাটিকে ভারত-বিরোধী খলিস্তানিদের মুক্তাঞ্চলে পরিণত হতে দিচ্ছে ট্রুডো সরকার। যে নিজ্জরকে নিয়ে এত বিতর্ক, ডাল্লা নিজেকে সেই নিজ্জরেরই অনুগামী বলে মনে করে থাকেন। শুধু তা-ই নয়, নিজ্জরের অবর্তমানে তাঁর তৈরি খলিস্তানপন্থী উগ্রবাদী সংগঠন খলিস্তানি টাইগার ফোর্স (কেটিএফ)-এরও দেখভাল করতেন তিনি।

খুন, হুমকি দিয়ে টাকা তোলা-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত ডাল্লা অপরাধ জগতে নাম লেখান ভারতেই। তখন তিনি পঞ্জাবের মোগার বাসিন্দা। সেখানেই ছোটখাটো নানা অপরাধে হাত পাকান তিনি। তার পর ‘গ্যাংস্টার’ হওয়ার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে কানাডায় পাড়ি দেন। সে দেশে গিয়ে নিজ্জরের সঙ্গে পরিচয় হয় তাঁর। প্রথমে নিজ্জরের সঙ্গে যৌথ ভাবে, তার পরে একাই ‘খলিস্তানপন্থী সন্ত্রাস’ চালিয়ে যান তিনি।