৩০ নভেম্বর প্রথম জন্মদিন ছিল ছোট্ট ইয়ালিনির। বিশেষ দিনে বাড়িতে জগন্নাথ দেবের পুষ্পস্নানের আয়োজন করেছিল চক্রবর্তী পরিবার। হালকা গোলাপী পোশাকে সেজেছিল গোটা পরিবার। সেই ভিডিয়ো ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন রাজ।
জন্মদিনে কেক কাটা পর্বের সঙ্গেই ছিল বিশেষ আয়োজন। তার এক ঝলক ভাগ করলেন রাজ নিজেই। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইস্কনের সন্ন্যাসীরা কীর্তন গাইছেন। ফুলের মালায় সজ্জিত জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। সাধুদের সঙ্গে গলা মেলাচ্ছেন শুভশ্রী আর হাতে তাল দিচ্ছে ছোট্ট ইয়ালিনি। পাশে ঘুরে বেড়াচ্ছে ইয়ালিনির দাদা ইউভান। মায়ের কোলে বসে ছোট্ট ইয়ালিনি। পরনে গোলাপি জামা, মাথায় ঝুঁটি। এক বছরের জন্মদিনে কন্যাকে এই ভাবেই সাজিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। ইয়ালিনির সঙ্গে মিলিয়েই শুভশ্রীও পরেছিলেন গোলাপি শাড়ি। রাজ ও ইউভানের পরনেও ছিল গোলাপি পাঞ্জাবি।
সন্তান ও সংসারের মঙ্গল কামনা করতেই মেয়ের জন্মদিনে পুজোর আয়োজন বলে জানান রাজ। যদিও সবটা নাকি শুভশ্রীর তত্ত্বাবধানেই হয়েছে। রাজের কথায়, “আমাদের বাড়িতে যে কোনও শুভ উদ্যাপন মানেই এই বিশেষ আয়োজন। ইস্কন থেকে সাধুরা আসেন। জগন্নাথ দেব, রাধা-কৃষ্ণের মূর্তিকে ফুল ছড়িয়ে স্নান করানো হয়। সঙ্গে যজ্ঞ। ফল, মিষ্টি, রকমারি ব্যঞ্জন সাজিয়ে ২১ রকমের ভোগ।”
রাজ-শুভশ্রী বরাবরই আধ্যাত্মিক। ঈশ্বরে বিশ্বাসী তারকাদম্পতির বাড়িতে রথযাত্রা, জন্মাষ্টমী, রাসের পুজো থেকে লক্ষ্মীপুজো সবই হয় একেবারে নিয়ম মেনে। মেয়ের প্রথম জন্মদিনেও তাই বাড়িতে পুজোর মহাআয়োজন করলেন রাজ-শুভশ্রী। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আজকের দিনটার জন্য ছেলেমেয়ের নতুন জামা কিনে এনেছেন শুভশ্রী। হাওড়ার ফুলবাজার থেকে নিজে বেছে ফুল কিনে এনেছেন বাড়ি সাজানোর জন্য এবং পুজোর জন্য। শুটিং থেকে ছুটি নিয়েছেন বাবা রাজ চক্রবর্তীও।