আগামী বছর দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে বড় চমক আম আদমি পার্টির। ইউপিএসসি-র শিক্ষক তথা মোটিভেশনাল স্পিকার অবধ ওঝা((Avadh Ojha)।। সোমবার আপের কার্যালয়ে অরবিন্দ কেজরিওয়াল(Arvind kejriwal) ও মণীশ সিসোদিয়ার উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। জানা যাচ্ছে, আসন্ন নির্বাচনে তাঁকে টিকিটও দিতে চলেছেন কেজরি। বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় এই শিক্ষকের আপ যোগ বড় সাফল্য হিসেবে দেখছে দল।
দলীয় উত্তরীয় পরিয়ে শিক্ষাগুরু অবধকে দলে স্বাগত জানিয়েছেন কেজরিওয়াল। দলে নতুন সদস্যের আগমনকে ঘিরে দিল্লিতে শিক্ষা বিপ্লবের প্রতিশ্রুতি দিয়েছেন আপ আহ্বায়ক। কেজরিওয়াল এদিন বললেন, অবধের আপে যোগদান শিক্ষাক্ষেত্রকে আরও শক্তিশালী করবে এবং জাতি-নির্মাণকে উৎসাহিত করবে।
সূত্রের খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কেন্দ্র থেকে টিকিট পেতে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন অবধ। যদিও শেষ পর্যন্ত তিনি টিকিট পাননি। সেই ঘটনার পর এবার বিজেপির ‘শত্রু শিবির’ হিসেবে পরিচিত আম আদমি পার্টিতে যোগ দিলেন এই শিক্ষক। সোমবার কেজরির দলে যোগ দিয়ে অবধ বলেন, আমি কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়া ধন্যবাদ জানাই রাজনীতির ময়দানে শিক্ষার অগ্রগতির লক্ষ্যে কাজের সুযোগ করে দেওয়ার জন্য। শিক্ষা হল পরিবার, সমাজ ও রাষ্ট্রের আত্মা। যদি আমাকে কখনও রাজনীতি ও শিক্ষার মধ্যে কিছু বেছে নিতে বলা হয় তবে আমি শিক্ষাকেই বেছে নেব। রাজনীতিতে এসে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার উদ্দেশ্য।
কেজরিওয়াল রবিবার ঘোষণা করেছেন যে তার দল ভারত ব্লকের কোনও জোটসঙ্গী ছাড়াই আসন্ন দিল্লি নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেসের সাথে আসন ভাগাভাগি ব্যবস্থার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরে দলটি আগে হরিয়ানায় একক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল