অনলাইন অ্যাপের মাধ্যমে এখন যেমন গাড়ি বুক করা সহজ, ঠিক তেমনই এবার থেকে ডাল লেকের শিকারা বুক করা যাবে! ভারতে প্রথমবার এমন অ্যাপ-নির্ভর জলপথ পরিষেবা চালু হল। আমজনতাকে এই সুযোগ করে দিচ্ছে উবের। এখনও পর্যন্ত শিকারায় উঠতে গেলে দরদাম করতে হয় পর্যটকদের। কিন্তু অ্যাপ চলে আসায় সেটাও আর করতে হবে না। নিজের পছন্দ অনুযায়ী সময়ে আগে থেকে শিকারা ভাড়া করে রাখা যাবে। অন্তত ১৫ দিন আগেই তা বুক করতে পারবেন পর্যটকরা।
সংস্থার দাবি, পর্যটকদের সুবিধা এবং কাশ্মীরের সাধারণ মানুষের আর্থিক উন্নতির জন্য তারা শিকারা পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। যাত্রার ১৫ দিন আগে থেকে ১২ ঘণ্টা আগে পর্যন্ত অগ্রিম বুকিং করা যাবে। ডাল হ্রদের ১৬ নম্বর শিকারা ঘাট থেকে এই পরিষেবা মিলবে। সংস্থা জানিয়েছে, এই শিকারা পরিষেবার জন্য যাত্রীদের ভাড়ার কোনও অংশ শিকারাচালকের থেকে কাটা হবে না। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ভাড়ার পুরো টাকাই শিকারাচালক পাবেন। কাশ্মীরে পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের আর্থিক উন্নতির কথা ভেবে এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি সংস্থার।
এই মুহূর্তে মাত্র ৭টি শিকারা নিয়ে এই অ্যাপ পরিষেবা চালু হয়েছে কাশ্মীরে। আগামী দিনে সাফল্য অনুযায়ী সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন উবের। শিকারা বিহারের জন্য ভাড়াও সরকারের বেঁধে দেওয়া ভাড়ার মধ্যেই থাকবে বলে জানিয়েছে সংস্থা। সংস্থার মাধ্যমে বুক করা শিকারায় চার জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। ভারতের বাইরে এই ধরনের অ্যাপ-নির্ভর জলপথ পরিষেবা আগে থেকেই চালু রয়েছে। যেমন ইটালির ভেনিসে এই অ্যাপ ক্যাব সংস্থার জলপথ পরিষেবা রয়েছে। স্পেনের ইবিজায় ছোট প্রমোদতরী পরিষেবাও দেয় এই সংস্থা। তবে ভারতে এই প্রথম বার এমন কোনও পরিষেবা চালু করল অ্যাপ নির্ভর পরিবহণ সংস্থা।