Easy And Simple Tips For Hibiscus Plant Care

Hibiscus Plant Care- বর্ষায় যত্নের প্রয়োজন বেশি, জেনে নিন জবা গাছের পরিচর্যার কিছু উপকারী তথ্য

সামশুল আলম মল্লিক

বাগানবাড়ির অলংকার হলো জবা গাছ। কথায় আছে একটি গাছ, একটি প্রাণ। দিন দিন গাছের প্রতি প্রেম বেড়েই চলছে গাছ পাগল মহলে। গাছের প্রতি যত্নশীল হওয়া সব সময়ই দরকার, তবে অন্যান্য সময়ের চেয়ে গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন বাগানের পরিচর্যা করা বেশি প্রয়োজন। নয়তো অজান্তেই ছোট্ট জবা চারাগাছ পরিচর্যার অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ে। তবে এই পোস্টে জবা গাছের পরিচর্যা নিয়ে কিছু উপকারী তথ্য উপস্থাপন করা হল।

  • টব- জবা গাছ একটু ছোট সাইজের টবে প্রতিস্থাপন করলে ভালো ফল দেয়। কারণ এই গাছ একটু রুট বাউন্ড পছন্দ করে। তবে গাছের সাইজ অনুসারেই সঠিক টব নির্বাচন করুন। প্লাস্টিকের টব পরিত্যাগ করে মাটির টব নির্বাচন করলে আরও ভালো ফল পাওয়া যাবে। খুব বেশি বড় ব্যবহার করলে জল জমে থাকার সম্ভাবনা বেশী, আবার খুব বেশি ছোট টবও ব্যবহার করবেন না, এতে গাছ প্রয়োজনীয় জল না পেয়ে কিছু দিনের মধ্যেই ঝিমিয়ে পড়তে পারে।
  • মাটি- মাটির সঙ্গে কিছুটা জৈব সার ( গোবর সার/ পাতা পচা সার/ কেঁচো সার) ব্যবহার করুন। পাশাপাশি কিছুটি বালি, পার্লাইট, একটু খানি নারকেল ছোবড়া ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবেই। মাটিতে একটু মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারলে আরও অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যায়। মাঝে মধ্যে প্লান্ট গ্রোথ রেগুলেটরও ব্যবহার করা যেতেই পারে।

আরও পড়ুন: Durga Puja 2021: শেষ মুহূর্তে নতুন ভাবে ঘর সাজাতে চান? নিয়ে আসুন ৪ ধরনের গাছ

  • জল- টবের উপরিভাগে মাটি শুকিয়ে আসতে থাকলে তখনই জল দিন। অতিরিক্ত জল দেওয়া এড়িয়ে চলুন। আবার অনিয়মিত ভাবে জল দিতে থাকলে এই গাছের কুঁড়ি ঝরতে শুরু করে, পাতা হলুদ রঙের হয়ে যায় ও কিছু দিনের মধ্যেই পুরো গাছের পাতাগুলো পুড়ে একদম পাঁপড়ের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • সূর্যালোক – এই গাছটিকে প্রতিদিন ৮-১০ ঘন্টা সূর্যলোকে রাখতে পারলে নিয়মিত ফুল পাওয়া সম্ভব। নিয়মিত পরিচর্যা ও একটু কাঁটায় ছাঁটাইয়ের মাধ্যমে গাছটিকে আরও সতেজ ও সক্রিয় রাখা সম্ভব।

আরও পড়ুন: Chilli Farming- ঘরোয়া টোটকা! ছোট্ট টবেই লঙ্কার সর্বাধিক ফলন