Gardening Mistake: The most common gardening mistakes and how to correct them

Gardening Mistake: প্রথমবার বাগান করেছেন? গাছের যত্নে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?

গাছের পরিচর্যা করা সহজ নয়। গাছকে সময় দিতে হবে, যত্ন করতে হবে, সঠিক পুষ্টি জোগাতে হবে। তবেই তো হেসেখেলে বেড়ে উঠবে কচি কচি চারাগাছ। ঠিক সময়ে জল, সার দেওয়ার পরেও গাছ মরে যেতে পারে। বাগান করার অভিজ্ঞতা না থাকলে অনেকেই কিছু ভুল করে ফেলেন। সেগুলি জেনে নেওয়া জরুরি।

১) টব কেনার সময় দেখে নেওয়া জরুরি টবের নীচে ফুটো রয়েছে কি না। যে টবে ফুটো রয়েছে, সেগুলিই গাছের জন্য সেরা। টবে ফুটো না থাকলে জল জমে গাছের শিকড় পচিয়ে দিতে পারে।

২) আলো, সার, জল সব কিছুই পর্যাপ্ত পরিমাণে পাওয়া সত্ত্বেও গাছ যদি না বাড়ে, তাহলে কোথাও সমস্যা হচ্ছে কি না দেখা জরুরি। অনেক সময় গাছে পোকা লাগলেও সহজে বাড়তে চায় না। তা-ও যদি না হয়, সে ক্ষেত্রে গাছের পাতা নিয়ম করে ছাঁটতে থাকুন। ঠিক সময়ে গাছ ছাঁটলে গাছও সুন্দর ভাবে বেড়ে ওঠে।

আরও পড়ুন: Hibiscus Plant Care- বর্ষায় যত্নের প্রয়োজন বেশি, জেনে নিন জবা গাছের পরিচর্যার কিছু উপকারী তথ্য

৩) গাছ ভাল রাখতে জল দেওয়া জরুরি। কিন্তু অতিরিক্ত নয়। তাতে হিতে বিপরীত হতে পারে। কম জল পেলে যেমন গাছের পাতা হলুদ হয়ে যায়, তেমনি বেশি জল দিলেও গাছের পাতা পচে যেতে পারে। কোন গাছে কতটা জল দেবেন, তা বোঝা যায় টবের মাটি ছুঁলেই। যদি দেখেন আঙুলে মাটি লেগে যাচ্ছে, তা হলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। যখন একদম শুকিয়ে যাবে, তখন জল দেবেন।

আরও পড়ুন: Indoor Plants for Summer: কম জলে সতেজ থাকে এই ৫ গাছ, রইল সন্ধান