Indoor Plant: Summer Care for Indoor Plants

Indoor Plant: প্রবল গরমে ইনডোর প্ল্যান্টের যত্ন নেবেন কিভাবে?

তীব্র তাপপ্রবাহে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই অসহনীয় গরমে শরীরের খেয়াল রাখার পাশাপাশি গাছেরও যত্ন(Indoor Plant)  নেওয়া জরুরি। বাড়ির ব্যালকনিতে বা ঘরের ভিতর  গাছগুলি সারা বছর যত্নেই থাকে (Summer Care)। কিন্তু গরমে খানিক বাড়তি নজর দেওয়া প্রয়োজন। অত্যধিক তাপে গাছের পাতা শুকিয়ে যায়। গরমে কীভাবে গাছের যত্ন নেবেন?

১. প্রতিদিন জল স্প্রে করবেন পাতায় আর মিডিয়া ২ইঞ্চি শুকালে জল দেবেন।

২. ইপসম সল্ট আর ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন ১২-১৫ দিন গ্যাপ দিয়ে।

৩. প্রচুর আলো বাতাস আসে এমন জায়গায় রাখুন,সকালের রোদে রাখলে গ্রোথ ভালো হবে, কিন্তু অতিরিক্ত রোদে রাখা যাবে না তাহলে গাছের ক্ষতি হবে ।

৪. ২ মাস পর পর গাছের মিডিয়া খুঁচিয়ে ভার্মি বা পাতা পচা সার দেবেন।

৫. অতিরিক্ত জল এবং কম জল দুটোই ক্ষতিকর তাই সবসময় খেয়াল রাখবেন জলের পরিমান।

৬. কোন ধরনের রাসায়নিক সার দিবেন না,জৈবসার ব্যবহার করুন।

৭. ৫/৭ দিনে একবার হলেও সবগুলো গাছের পাতা নিম তেল দিয়ে মুছে দিবেন,পাতায় বেশী ধুলা জমতে দেবেন না।

৮. রোদের সময় গাছে জল বা সার দেবেন না,খুব সকালে বা সন্ধ্যা/রাতে দেবেন।

৯. সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাছের পটিং মিক্স সেটা যেন ঝুরঝুরে হয় এবং পটে যঠেষ্ট ছিদ্র থাকে যাতে অতিরিক্ত জল বের হয়ে যেতে পারে।

১০. খেয়াল রাখবেন গাছ রুট বাউন্ড হচ্ছে কিনা, গাছ সঠিক সময় রিপটিং খুব গুরুত্বপূর্ণ।