Indoor Plants for Summer: Five indoor plants to survive in summer easily

Indoor Plants for Summer: কম জলে সতেজ থাকে এই ৫ গাছ, রইল সন্ধান

কাজের চাপে অনেকেই বাগান করার সময় পান না! তবে শত ব্যস্ততার মাঝে দু’ দণ্ড একফালি সবুজের মাঝে সময় কাটাতে পারলে মন্দ হয় না বলুন। এমন কিছু গাছের খোঁজ আপনাকে দেব, যার যত্ন লাগে খুব কম। এমনকী সপ্তাহে একদিন জল দিলেই চলে যায়। খাবারও লাগে সামান্য।

১) স্ট্রিং অফ পার্ল্‌স

টবের চার দিক থেকে ঝুলতে থাকা সরু সরু কাঠির গায়ে মুক্তোর মতো পাতা। দেখতে সুন্দর তো লাগেই। ঘরের পরিবেশও ঠান্ডা থাকে। এমনিতে রোদ থেকে বাঁচিয়ে রাখতে পারলেই এই গাছ ‘আড়ে-বহরে’ বেড়ে চলে। বেশি যত্নের প্রয়োজন হয় না।

২) ফিকাস বেঞ্জামিনা

গরমকালে ঘরে রাখার জন্য একেবারে আদর্শ এই গাছ। প্রতিদিন জল দেওয়ার ঝামেলা নেই। খেয়াল করলে দেখতে পাবেন অদ্ভুত ভাবেই এই গাছের পাতায় জলের সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দু রয়েছে। এই কারণেই ফিকাসে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না। উপরন্তু ঘরের পরিবেশও ঠান্ডা থাকে।

আরও পড়ুন: Chilli Farming- ঘরোয়া টোটকা! ছোট্ট টবেই লঙ্কার সর্বাধিক ফলন

৩) স্নেক প্লান্ট

অ্যালো ভেরা গোত্রের এই গাছের পাতায় জলের পরিমাণ বেশি থাকে। তাই আলাদা করে রোজ জল না দিলেও খুব একটা অসুবিধা হয় না। চৈত্র-বৈশাখের তপ্ত দিনে এই গাছ ঘরের তাপমাত্রাও ঠান্ডা রাখবে।

৪) পিস লিলি

ঘর ঠান্ডাও থাকবে আবার ঘরের বা শৌচাগারে বেসিনের কোণ আলো করে থাকবে এই গাছ। পিস লিলি রাখার সুবিধা হল এই গাছে রোজ, নিয়মিত জল দেওয়ার প্রয়োজন পড়ে না। মাটি কতটা ভিজে আছে সেই বুঝে জল দিতে হয়।

৫) মিনি রবার প্ল্যান্ট

এই গাছ সাধারণত বড় গোত্রের হয়। কিন্তু একই রকম দেখতে, আকারে ছোট গাছও রয়েছে। যা ঘরের এক কোণে রাখলে দেখতে ভালই লাগে। বিশেষ যত্নেরও প্রয়োজন হয় না।

আরও পড়ুন: Balcony Garden: বারান্দায় রোদ আসে না? জেনে নিন গাছ লাগানোর সহজ উপায়