Plants For Eyesight: 4 Indoor Plants To Boost Your Eye Health

Plants For Eyesight: চোখ ভালো রাখতে চান? ঘরে রাখুন এই ৪ গাছ

ব্যস্ততম জীবনে আলাদা করে সবুজ ঘাসে ভরা মাঠে হাঁটতে যাওয়ার সময় নেই। বাড়িতেই কিছু গাছ রাখতে পারেন। যেগুলি শুধু অন্দরের সৌন্দর্য বৃদ্ধি করবে না, সেই সঙ্গে ভাল রাখবে চোখও।

রাবার প্ল্যান্টস

চকচকে, মসৃণ পাতার এই গাছ ঘরের কোণে রাখলে মন ভাল হয়ে যেতে বাধ্য। রাবার প্ল্যান্টস কার্বন ডি-অক্সাইড শোষণ করে অক্সিজেনের জোগান দেয়। এই গাছ চোখ ভাল রাখতেও সাহায্য করে। ঘরের এমন জায়গায় গাছটি রাখুন, যাতে ঘুম থেকে উঠেই চোখ যাবে সে দিকে।

স্পাইডার প্ল্যান্ট

কম দামের মধ্যে যদি ভালো গাছ চান তা হল স্পাইডার প্ল্যান্টস। এটি আপনার চোখের জন্য উপকারী তো বটেই
সেই সঙ্গে ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখে। আপনার যদি ডাস্ট এলার্জি থেকে থাকে, তাহলে এই গাছ কিনে ফেলুন ঝটপট।

আরও পড়ুন: Sri Lankan Kamini: সারা বছর পাবেন ফুল, জানুন ভুটান মল্লিকা গাছের পরিচর্যা

পিস লিলি

নতুন বাড়ি সাজাতে অনেকেই পিস লিলি ঘরে রাখেন। সাদা রঙের সুন্দর ফুল মন এবং মাথা দুই-ই শান্ত রাখে। পিস লিলি কিন্তু চোখেরও যত্ন নেয়। ঘরের পরিবেশ সতেজ রাখে। সারা দিন পর চোখের ক্লান্তি দূর করতে পিস লিলি রাখতে পারেন বসার ঘরে কিংবা বারান্দায়।

এরিকা পাম

এরিকা পাম কিন্তু সব নার্সারিতেই মোটামুটি পাওয়া যায়। দামও খুব বেশি নয়। এরিকা পাম বেশ লম্বা গাছ। দেখতেও বেশ সুন্দর। গাছের দিকে তাকালে এমনিতেই আলাদা শান্তি পাওয়া যাবে। চোখও ভাল থাকবে।

আরও পড়ুন: Gardening Mistake: প্রথমবার বাগান করেছেন? গাছের যত্নে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?