Helal Hafiz : Poet Helal Hafiz's Heartfelt Quotes and Sayings

Helal Hafiz: কবি হেলাল হাফিজের হৃদয়ছোঁয়া বাণী ও উক্তি

  • “কথা ছিলো একটি পতাকা পেলে
    আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা”।
  • “কথা ছিলো একটি পতাকা পেলে
    পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে
    ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।”
  • “আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে
    মানুষের কাছে এওতো আমার এক ধরনের ঋণ।
    এমনই কপাল আমার
    অপরিশোধ্য এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে।”
  • “আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, মোটামুটি সুখেই আছেন।
    প্রিয় দেশবাসী;
    আপনারা কেমন আছেন?”
  • “আগুন পোড়ালে তবু কিছু রাখে
    কিছু থাকে,
    হোক না তা শ্যামল রঙ ছাই,
    মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
    কিচ্ছু থাকে না,
    খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই”।
  • ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’
  • “কোনদিন, আচমকা একদিন
    ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,
    “চলো”, যেদিকে দু’চোখ যায় চলে যাই,
    যাবে?”
  • “বোকা উদ্ভিদ তবে কি
    মানুষের কাছে প্রেম চেয়েছিলো?
    চেয়েছিলো আরো কিছু বেশি ”
  • “আছি।
    বড্ড জানান দিতে ইচ্ছে করে, – আছি,
    মনে ও মগজে
    গুন্‌ গুন্‌ করে
    প্রণয়ের মৌমাছি ”
  • “আমাকে পাবে না খুঁজে, কেঁদে-কেটে, মামুলী ফাল্গুনে ”।
  • “তাবিজ! এ কেমন তাবিজ করেছো সোনা, ব্যথাও কমে না, বিষও নামে না!”
  • “ভালোবেসেই নাম দিয়েছি ‘তনা’
    মন না দিলে
    ছোবল দিও তুলে বিষের ফণা”
  • “দুই ইঞ্চি জায়গা হবে?
    বহুদিন চাষাবাদ করিনা সুখের।”
  • “এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
    এক মানবী কতোটা আর কষ্ট দেবে!”
  • “যদি যেতে চাও, যাও
    আমি পথ হবো চরণের তলে
    না ছুঁয়ে তোমাকে ছোঁব
    ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।”
  • “ইচ্ছে ছিল রাজা হবো
    তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
    আজ দেখি রাজ্য আছে
    রাজা আছে
    ইচ্ছে আছে,
    শুধু তুমি অন্য ঘরে”।
  • “জলের আগুনে পুড়ে হয়েছি কমল,
    কী দিয়ে মুছবে বলো আগুনের জল।”
  • “আমার দুঃখ আছে কিন্তু আমি দুখী নই,
    দুঃখ তো সুখের মতো নীচ নয়, যে আমাকে দুঃখ দেবে।
    আমার একেকটি দুঃখ একেকটি দেশলাই কাঠির মতন,
    অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নিতিলকে,
    পাঁজরের নাম করে ওসব সংগোপনে
    সাজিয়ে রেখেছি আমি সেফ্‌টি-ম্যাচের মতো বুকে।