CBSE released date of Board Exam for class Class 10 and 12, Term-2 from April 26, 2022

CBSE: দশম এবং দ্বাদশের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু ২৬ এপ্রিল

দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য দু’দফায় নয়া পদ্ধতির পরীক্ষার ব্যবস্থার কথা ঘোষণা হয়েছিল আগেই। গত বছর নেওয়া হয়েছে প্রথম দফার পরীক্ষাও। বুধবার দ্বিতীয় দফার পরীক্ষার দিন ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

দু’ভাগে হতে চলা পরীক্ষার নাম দেওয়া হয়েছে প্রথম টার্ম এবং দ্বিতীয় টার্ম। বুধবার জানানো হয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষার্থীদের দ্বিতীয় টার্ম। সিবিএসই-র পরীক্ষা নিয়ন্ত্রক সায়ম ভরদ্বাজ জানিয়েছেন, দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা কেবল মাত্র ‘অফলাইনে’ পরীক্ষা দিতে পারবেন।

আরও পড়ুন: West Bengal Job: বেতন ৫০ হাজার থেকে ১ লক্ষ! মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ

তবে পরীক্ষার দিন ঘোষণা হলেও বুধবার সম্পূর্ণ নির্ঘণ্ট প্রকাশ করেননি সিবিএসই কর্তৃপক্ষ। ভরদ্বাজ বলেন, ‘‘শীঘ্রই আমরা পূর্ণাঙ্গ পরীক্ষাসূচি (ডেটা শিট) প্রকাশ করব।’’ সংস্থার ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশিত হবে বলে জানান তিনি।

প্রসঙ্গ, প্রথম টার্মের পরীক্ষার পর গত বছর ডিসেম্বরের শেষ দিক থেকে দেশে আছড়ে পড়ে কোভিড অতিমারীর তৃতীয় ঢেউ। ওমিক্রনের থাবায় দেশ জুড়ে ঝড়ে গতিতে বাড়তে থাকে সংক্রমণ। যার ফলে আরও একবার শিক্ষা  ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল। আতঙ্কের প্রহর গনছিল সকলেই। আদৌ পরীক্ষা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কিন্তু তৃতীয় ঢেউয়ের গতি দ্রুত কমে আসায় এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যেই কারণে সময় নষ্ট না করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিল  সিবিএসই।  খুশি পড়ুয়ারা।

আরও পড়ুন: POWERGRID Jobs: পাওয়ারগ্রিড কর্পোরেশনে ১০৫টি পদে হবে নিয়োগ, আবেদনের শেষ দিন ২০ ফেব্রুয়ারি