Each undergrad student will now have to intern for 8-10 weeks, UGC approves guidelines

এবার স্নাতক কোর্সে ইন্টার্নশিপ বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা UGC-র

স্নাতক স্তরে ‘রিসার্চ ইন্টার্নশিপ’ সংক্রান্ত খসড়া নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চার বছরের স্নাতক কোর্সে পড়ুয়াদের ইন্টার্নশিপ করতে হবে। যাঁরা মাঝপথেই স্নাতকের কোর্স ছেড়ে ডিপ্লোমা করে বেরিয়ে যেতে চান, তাঁদের দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের শেষে বাধ্যতামূলকভাবে করতে হবে ইন্টার্নশিপ।

নির্দেশিকায় ইউজিসির তরফে বলা হয়েছে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির গাইডলাইন অনুসরণ করেই এই সিদ্ধান্ত হয়েছে। স্নাতক স্তরের শিক্ষার্থীদের এ বার থেকে এক বছর পড়াশোনার পরে সার্টিফিকেট দেওয়া হবে। দু’বছর পর মিলবে ডিপ্লোমা। তার জন্য ৮ থেকে ১০ সপ্তাহ ইন্টার্নশিপ করতে হবে। এতে ১০ ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে।

আরও পড়ুন: Railway Jobs: পূর্ব রেলে কয়েক হাজার শূন্য পদ, মাধ্যমিক পাশ হলেই জানান আবেদন

চাইলে ডিপ্লোমা পাওয়ার পরেও পড়াশোনায় ইতি টানতে পারেন পড়ুয়ারা। দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পর মোট দু’বার ৮ থেকে ১০ সপ্তাহ গবেষণার ইন্টার্নশিপের পরে সংশ্লিষ্ট পড়ুয়া ডিগ্রি পাওয়ার যোগ্য হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। কয়েক মাস আগেই ইউজিসি-র তরফে পিএইচডি করার নিয়মকানুন বদলের জন্যেও একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছিল।

২০১৬ সালের পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি সংক্রান্ত বিধি সংশোধনে ওই খসড়ার বলা হয়েছিল, চার বছরের স্নাতক পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের পিএইচডি করতে হলে থাকতে হবে ১০ এর মধ্যে ন্যূনতম ৭.৫ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ।

আরও পড়ুন: Library: গ্রন্থাগারে ৭৩৮টি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার