Holiday List 2023: West Bengal Board of Secondary Education released Model Holiday List

Holiday List 2023: ২০২৩ সালে কবে কবে স্কুলে ছুটি? দেখুন পুরো তালিকা

২০২৩ শিক্ষাবর্ষে রাজ্যের সরকার স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে শিক্ষা-পঞ্জিকা বা ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ প্রকাশিত হয়েছে।

তালিকা অনুয়ায়ী ২০২৩ শিক্ষাবর্ষে মোট ছুটি রয়েছে ৬৫টি। তিনটি পর্বে ভাগ করা হয়েছে ছুটির তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল, মে থেকে অগস্ট এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে ভাগ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ-সহ আরও অন্যান্য কারণে ছুটির দিন পরিবর্তিত হতে পারে। তবে, কোনও ভাবেই ৬৫টির বেশি ছুটি দেওয়া হবে না বলে উল্লেখ রয়েছে শিক্ষা-পঞ্জিকায়।

স্কুলের ছুটির সম্পূর্ণ তালিকা

  • ১ জানুয়ারি: ইংরেজি নববর্ষ (রবিবার)।
  • ১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী (বৃহস্পতিবার)
  • ২৩ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী (সোমবার, স্কুলে পালন করতে হবে)।
  • ২৫ জানুয়ারি: সরস্বতী পুজোর আগেরদিন (বুধবার)।
  • ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো (বৃহস্পতিবার, স্কুলে পালন করতে হবে)।
  • ১৪ ফেব্রুয়ারি: পঞ্চানন বর্মার জন্মদিবস (মঙ্গলবার)।
  • ১৮ ফেব্রুয়ারি: শিবরাত্রি (শনিবার)।
  • ৭ মার্চ: দোলযাত্রা (মঙ্গলবার)।
  • ৮ মার্চ: হোলি (দোলযাত্রার পরের দিন) এবং সবে-ই-বরাত (বুধবার)।
  • ১৯ মার্চ: শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী (রবিবার)।
  • ৪ এপ্রিল: মহাবীর জয়ন্তী (মঙ্গলবার)।
  • ৭ এপ্রিল: গুড ফ্রাইডে (শুক্রবার)।
  • ১৪ এপ্রিল: বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী (শুক্রবার)।
  • ১৫ এপ্রিল: বাংলা নববর্ষ (শনিবার)।
  • ২১ এপ্রিল: ইদ-উল-ফিতরের আগেরদিন (শুক্রবার)।
  • ২২ এপ্রিল: ইদ-উল-ফিতর (শনিবার)।
  • ১ মে: মে দিবস (সোমবার)।

আরও পড়ুন: TET : ধরনার বিরোধিতায় হাইকোর্টে পর্ষদ, খারিজ দ্রুত শুনানির আরজি

  • ৫ মে: বুদ্ধপূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী (শুক্রবার)।
  • ৯ মে: রবীন্দ্র জয়ন্তী (মঙ্গলবার)।
  • ২৪ মে থেকে ৪ জুন: রবিবার ছুটি হিসেবে বিবেচনা করা হবে না। মোট ১০ দিন ধার্য করা হয়েছে।
  • ২০ জুন: রথযাত্রা (মঙ্গলবার)।
  • ২৯ জুন: বকরি ইদ (বৃহস্পতিবার)।
  • ২৯ জুলাই: মহরম (শনিবার)।
  • ১৫ অগস্ট: স্বাধীনতা দিবস (মঙ্গলবার, স্কুলে পালন করতে হবে)।
  • ৩০ অগস্ট: রাখি পূর্ণিমা (বুধবার)। ৬ সেপ্টেম্বর: জন্মাষ্টমী (বুধবার)।
  • ২৯ সেপ্টেম্বর: ফতোয়া-দোয়াজ-দাহাম (বৃহস্পতিবার)।
  • ২ অক্টোবর: গান্ধী জয়ন্তী (সোমবার)।
  • ১৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর (দুর্গাপুজোর চতুর্থী থেকে ভাইফোঁটার পরদিন পর্যন্ত): পুজোর জন্য ২৬ দিন ছুটি থাকবে (রবিবার বাদে অর্থাৎরবিবারছুটিরমধ্যেযোগকরাহবেনা)।
  • ১৫ নভেম্বর: বিরসা মুন্ডার জন্মদিবস (বুধবার) (পুজোর ছুটির মধ্যে অন্তর্গত)।
  • ১৯ নভেম্বর: ছটপুজো (রবিবার)।
  • ২০ নভেম্বর: ছটপুজোর জন্য বাড়তি ছুটি (সোমবার)।
  • ২৭ নভেম্বর: গুরু নানকের জন্মজয়ন্তী (সোমবার)।
  • ২৫ ডিসেম্বর: বড়দিন (সোমবার)।

কবি ভানুভক্তের জন্মদিবস উপলক্ষ্যে ১৩ জুলাই (বৃহস্পতিবার) শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার স্কুল ছুটি থাকবে। সম্প্রদায়গত কয়েকটি ছুটিও দেওয়া হয়েছে। গুরু রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৫ ফেব্রুয়ারি, ইস্টান স্যাটারডে’র জন্য ৮ এপ্রিল এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য হুল দিবল উপলক্ষ্যে ৩০ জুন ছুটি থাকবে।

একই সঙ্গে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির পঠনপাঠন কী রুটিন মেনে হবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এই বিষয় বিস্তারিত জানতে মধ্যশিক্ষা পর্ষদের wbbse.wb.gov.in ওয়েবসাইটটি দেখতে পারেন।

আরও পড়ুন: TET 2022: তিন ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ৬ জেলায়, প্রায় সাত লাখ প্রার্থী দিচ্ছেন পরীক্ষা