উচ্চ মাধ্যমিকের রুটিনে বদল হল। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নতুন রুটিন ঘোষণা করা হয়েছে। পুরনো রুটিন অনুযায়ী যে দিন পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, বদলানো রুটিনে সেটা হবে আরও ৬ দিন পরে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদল যে হবে, সে ইঙ্গিত আগেই জানিয়েছিলেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কারণ, উচ্চমাধ্যমিকের সময়েই জেইই মেন পরীক্ষা হওয়ার কথা ছিল। সে কারণেই দিন বদল করা হল। সোমবার সাংবাদিক বৈঠকের শুরুতেই কেন্দ্রীয় সংস্থার (এনটিএ) বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তিনি। সংসদ সভাপতির দাবি, কথা না বলেই জেইই মেন পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জানা গিয়েছে –
- ১৩ এপ্রিল কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি পরীক্ষা ছিল। নতুন সূচি অনুযায়ী ১৩ এপ্রিলের পরিবর্তে ওই পরীক্ষাগুলি হবে ১৮ তারিখ।
- ১৬ এপ্রিল কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউিকেশন, সংস্কৃত, পারসি, আরবি, ফরাসি ভাষার পরীক্ষা ছিল। ওই পরীক্ষাটি হবে ১৩ এপ্রিল।
আরও পড়ুন: CBSE: দশম এবং দ্বাদশের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু ২৬ এপ্রিল
- ১৮ এপ্রিল স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা ছিল। ওই পরীক্ষাগুলি নেওয়া হবে ২৫ এপ্রিল।
- ২০ এপ্রিলের পরিবর্তে অর্থনীতি পরীক্ষা হবে ২৬ এপ্রিল। আগামী ২ এপ্রিল থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক শেষ হবে ওইদিন।
সকাল দশটা থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। শেষ হবে বেলা ১টা ১৫ মিনিটে। এবার নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। সে কারণেই প্রত্যেক স্কুলে বিশেষ পর্যবেক্ষক থাকবেন। তাঁর নজরদারিতেই হবে পরীক্ষা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল সংসদ। সেই মতো প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: আজ মাধ্যমিক, এবার ছাত্রীর সংখ্যা টপকেছে ছাত্রের সংখ্যাকে