প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইবিপিএস (IBPS Recruitment) । ব্যাঙ্কগুলিতে প্রবেশনারি অফিসার (PO) বা ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোক নেবে । পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে । আগ্রহী প্রার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন ও আবেদন করতে পারেন । আবেদনের শেষ তারিখ ২২ অগাস্ট । আবেদনের লিঙ্ক- ibpsonline.ibps.in/crppo12jul22/
IBPS PO পরীক্ষার ((IBPS Recruitment 2022) তারিখ, বেতন, শূন্যপদ এবং কীভাবে আবেদন করতে হবে, তা বিশদে জেনে নিন…
শূন্যপদ : ৬,৪৩২
পরীক্ষার তারিখ : নির্দিষ্টভাবে জানানো হয়নি । তবে, প্রিলিমিনারি পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরের মধ্যেই । মেইন পরীক্ষা হওয়ার কথা ডিসেম্বরে ।
বয়সসীমা : প্রার্থীদের বয়স ১ অগাস্টের মধ্যে ২০ থেকে ৩০ বছর হতে হবে ।
আরও পড়ুন: বাড়ির মিটারের সঙ্গে লাগিয়ে নিন এই ডিভাইস, ইলেকট্রিক বিল কমবে ৩৫ শতাংশ
যোগ্যতা : ২২ অগাস্টের মধ্যে আবেদনকারী প্রার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে ।
বেতন পরিকাঠামো : IBPS PO-এর ক্ষেত্রে বেতন কাঠামো পরিবর্তিত হয় । বর্তমানে,ব্যাঙ্কে একজন প্রবেশনারি অফিসারের বেতন ৫২,০০০-৫৭,০০০ টাকা হয় (পোস্টিং স্থানের উপর নির্ভর করে)।বেসিক পে ২৩,৭০০ থেকে শুরু ।
কীভাবে আবেদন করবেন : আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ibpsonline.ibps.in/crppo12jul22/ এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন । আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে । সেইসঙ্গে ফটোগ্রাফ, সই এবং বা হাতের বুড়ো আঙুলের ছাপ আপলোড করতে হবে । এরপর অ্যাপ্লিকেশন ফি দিলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে ।
প্রথমে নেওয়া হবে প্রিলিমিনারি পরীক্ষা যা আয়োজন করা হবে কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, বর্ধমান, কল্যাণী আসানসোল সহ রাজ্যের একাধিক পরীক্ষাকেন্দ্রে। এরপর নেওয়া হবে মেইন পরীক্ষা যা অনুষ্ঠিত হবে, কলকাতা, আসানসোল, কল্যাণী ও শিলিগুড়ি পরীক্ষাকেন্দ্রে। সবশেষে ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
আরও পড়ুন: Bank Transaction: ATM কার্ডের বদলে আসছে টোকেন! প্রতারণা ঠেকাতে বড় সিদ্ধান্ত RBI-এর