ICSE Examination Will Be Uncertain From 2025 Said Cisce Board Chief Secretar

ICSE: ২০২৫ সাল থেকে উঠে যেতে পারে আইসিএসই, জানালেন বোর্ডের প্রধান সচিব

২০২৪ সালেই শেষবারের মতো হবে আইসিএসই অর্থাৎ সিআইএসসিই (CISCE) অধীনে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। তার পরের বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে দশম শ্রেণির পড়ুয়াদের আর হয়ত বোর্ডের পরীক্ষা দিতে হবে না। সিবিএসই (CBSE) বোর্ডের মতো একেবারে দ্বাদশ শ্রেণিতেই বোর্ড পরীক্ষায় বসতে হবে। জাতীয় শিক্ষানীতির প্রস্তাব বাস্তবায়িত হলে এমনই হতে চলেছে। সোমবার কলকাতায় এসে এই ইঙ্গিত দিয়েছেন CISCE বোর্ডের সচিব জেরি অ্যারাথুন।

জাতীয় শিক্ষানীতি (এনইপি) চালু করা নিয়ে সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলির প্রধান শিক্ষকদের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাঁচ দিন ধরে চলবে প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ শিবিরেই আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা নিয়ে এই ইঙ্গিত দিয়েছেন জেরি। তিনি জানান, ২০২৫ সাল থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা তুলে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে কেবল বার্ষিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে উঠবে পড়ুয়ারা। দ্বাদশ শ্রেণিতে প্রথম বোর্ড পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। যেমন, এখন সিবিএসই বোর্ডে হয়ে থাকে। সেখানে বার্ষিক পরীক্ষা দিয়ে দশম থেকে একাদশ শ্রেণিতে উঠতে হয় পড়ুয়াদের।

আরও পড়ুন: WB Madrasah Result 2023: এবার প্রকাশ হতে চলেছে মাদ্রাসার ফল, কীভাবে দেখবেন জেনে নিন

তবে সবটাই নির্ভর করছে শিক্ষামন্ত্রকের (Education Ministry) অনুমোদনের উপর। দিল্লির সবুজ সংকেত মিলল তবেই আইসিএসই পরীক্ষার অবলুপ্তি ঘটবে। নয়ত দশম শ্রেণিতে বোর্ড পরীক্ষাই হবে।

জেরি আরও জানান, সিআইএসসিই বোর্ডের অধীনে স্কুলগুলিতে জাতীয় শিক্ষানীতি চালু হয়ে গিয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে দশম শ্রেণির এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় মূল্যায়নে পরিবর্তন করা হচ্ছে। প্রশ্নপত্রেও কিছু পরিবর্তন করা হবে। আগামী বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রে ‘ক্রিটিক্যাল থিঙ্কিং’-এর প্রশ্নে ১০ নম্বর থাকবে।

আরও পড়ুন: Primary Recruitment Scam:সুপ্রিম কোর্টে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়! আপাতত বহাল ৩২০০০ শিক্ষকের চাকরি