সোমবার ৭ ফ্রেবুয়ারি আইসিএসই এবং আইএসসি-র (ICSE-ISC 2022 Result) প্রথম সেমেস্টারের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। এদিন আগে বলা ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়েই দশম এবং দ্বাদশের ফল প্রকাশ করে কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। ওয়েবসাইট ও এসএমএস-র মাধ্যেমে ছাত্র-ছাত্রীরা ফলাফল জানতে পারবেন।
পরীক্ষার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট cisce.org-তে গিয়ে ফলাফল দেখতে পারবেন (ICSE, ISC Semester 1 Results 2021 Declared)। কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)-র তরফে জানানো হয়েছে, যদি ওয়েবসাইটটি লোড না হয়, তাহলে যেনও শিক্ষার্থীরা চিন্তা না করে। কয়েক মিনিট অপেক্ষা করে রিফ্রেশ করলেই তা পাওয়া যাবে। তবে আইসিএসই এবং আইএসসি-র (ICSE-ISC 2022 Result) প্রথম সেমেস্টারের রেজাল্ট জানার বিকল্প পদ্ধতিও আছে। এসএমএস-র মাধ্যেমে ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এসএমএস-এ ফলাফল জানতে সাত সংখ্যার ইউনিক আইডি নাম্বার টাইপ করে ০৯২৪ ৮০৮ ২৮৮৩ এই নম্বরে পাঠাতে পারেন। সকল বিষয়ের প্রাপ্ত নম্বর ও ফলাফল প্রার্থীকে নির্দিষ্ট ওই নম্বর থেকেই পাঠানো হবে।
আরও পড়ুন: West Bengal Job: কম্পিউটার জানা থাকলেই জেলাশাসকের অফিসে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি
যদি কোনও বিষয়ে পুনরায় দেখার আবেদন করতে চান পড়ুয়ারা, সেই বিকল্পও রয়েছে। প্রতি বিষয়ের জন্য ১০০০ টাকা করে জমা দিতে হবে (ICSE, ISC Semester 1 Results 2021 Declared)। রিচেকিংয়ের জন্য আবেদনের শেষ দি ১০ ফেব্রুয়ারি, সকাল ১০ টার মধ্যে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে পরীক্ষার্থীদের।
এটি প্রথম সেমিস্টারের ফল প্রকাশিত হল। এর পর দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশের পর ফাইনাল রেজাল্ট বের হবে। প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের নম্বর গড় করে তার পর ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে। আজই দ্বিতীয় সেমিস্টারের দিন ঘোষণা করবে বোর্ড। প্রতি বিষয়ে পরীক্ষার্থীদের অন্তত ৩৩ শতাংশ নম্বর পেতে হবে পাশ করার জন্য। সম্ভবত মার্চ-এপ্রিলে নেওয়া হবে দ্বিতীয় সেমিস্টার।
আরও পড়ুন: SSC-র গ্রুপ D-র ভুয়ো নিয়োগ বাতিল, টাকা পুনরুদ্ধারের নির্দেশ দিল হাইকোর্ট