কোভিড বিধি মেনেই নির্ধারিত সূচি অনুযায়ী হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। যে সমস্ত স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলি রয়েছে, সেখানে সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছে রাজ্যে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সংশ্লিষ্ট প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও করেন রাজ্যের মুখ্যসচিব। উল্লেখ্য, পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ থেকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে।
আরও পড়ুন: Govt Jobs 2022: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে জেলা আদালতে চাকরি, জানুন বিস্তারিত
রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দৈনিক সংক্রমণ এখন পাঁচশোর থেকেও কম। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা অনলাইনে হবে নাকি অফলাইন মাধ্যমে সশরীরে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থেকে দেবে, তা নিয়ে এতদিন পর্যন্ত কোনও সঠিক দিশা পাওয়া যাচ্ছিল না। রাজ্যের মোটের উপর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জেলাওয়াড়ি পরিস্থিতি কীরকম, সশরীরে পরীক্ষার ব্যবস্থা করলে কোভিড পরিস্থিতি সে ক্ষেত্রে কোনও বাধা হতে পারে কি না, সেই বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে সব জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতে হবে ৪ মার্চের মধ্যে। ১৫ মার্চের মধ্যে সংসদে জমা দিতে হবে ফল। গত সপ্তাহেই শিক্ষা দফতরের তরফে ঘোষণা করা হয়, ২৩ ফেব্রুয়ারি বুধবারের মধ্যে শেষ করতে হবে অ্যাডমিট কার্ড বিলির কাজ। আর ৪ মার্চের মধ্যে শেষ করতে হবে যাবতীয় সংশোধন। চলতি বছর ৭ মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এবার পুরনো নিয়মে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। ১৬ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা।
আরও পড়ুন: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলির দিন ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের