মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার প্রতিটি প্রশ্নপত্রে আলাদা আলাদা কোড নম্বর বসানো সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। যাতে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাচার করলে কোড নম্বর দেখে সহজেই ধরে ফেলা যায় কে এই কাজ করেছে। এই নিয়ে প্রতিটি জেলার সঙ্গে বৈঠক করে বিষয়টি ব্যাখ্যা করেছেন পর্ষদের আধিকারিকরা।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি প্রশ্নপত্রে আলাদা আলাদা কোড রাখা হচ্ছে। সেই কোড প্রশ্নপত্রের প্রতিটি পাতায় থাকবে। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়ে যায়, সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্ষদের তরফে জানানো হয়েছে কেউ যাতে প্রশ্নপত্রের ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে না পারেন, তার জন্যই ওই ব্যবস্থা থাকছে। ছবি ফাঁস হলে কোডের সাহায্যেই চিহ্নিত করা যাবে যে ওটা কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র। কোনও পরীক্ষার্থী এই কাজ করলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।
বুধবার বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একটি বৈঠক ছিল। সেখানেই যোগ দিতে গিয়েছিলেন পর্ষদ সভাপতি। সেখানেই এই পদক্ষেপের কথা জানান তিনি। তিনি জানিয়েছেন, প্রশ্নপত্রের প্রথম পাতায় একটি কোড থাকবে, যা সব পরীক্ষার্থীর ক্ষেত্রে পৃথক হবে। প্রশ্নপত্রের পরের পাতাগুলিতেও সেই কোড এমবেড করা থাকবে। এর ফলে প্রশ্নপত্রের ছবি পেলেই, কার প্রশ্নপত্রের ছবি বাইরে বেরিয়েছে সেই পরীক্ষার্থীকে সহজেই চিহ্নিত করা যাবে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা যাবে বলেও জানিয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায়।