Madhyamik Result 2022 May Come Out In The First Week Of June Check Education News

HS Exam Results 2022 : কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল? বিশদে জানুন

ছাত্রছাত্রীদের জন্য বড় খবর। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী যা জানা যাচ্ছে, তা হল আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল। মার্চ মাসের 16 তারিখ শেষ হয়েছে এই পরীক্ষা। ফল প্রকাশের ক্ষেত্রে পর্ষদ একটি নিয়ম মেনে চলে থাকে। পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করার একটি রীতি পর্ষদের রয়েছে। মার্চে পরীক্ষা শেষ হওয়ার পর, জুনে যদি বাস্তবিকই ফল প্রকাশ করা হয়ে থাকে– তবে এক্ষেত্রে বলাই যায়, নিয়মের অন্যথা হল না।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চেষ্টা করব জুনের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার।’ পরীক্ষা চলাকালীন টোকাটুকি ও প্রশ্নপত্র যাতে বাইরে না বেরিয়ে যায় তার জন্য ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রথমেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কলকাতা হাইকোর্টের রায়ের পর ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে পিছু হটতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে। তার জেরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ইন্টারনেট বন্ধ রাখা হয়নি।

এ বছর মোট ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য সংসদ আগেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছিল বিষয়ভিত্তিক শিক্ষকরা ওইদিন পরীক্ষাকেন্দ্রে থাকতে পারবেন না। শুধু তাই নয় দফায় দফায় একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষাকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য। হোম সেন্টারে পরীক্ষা নেওয়া সংসদের কাছে চ্যালেঞ্জের বিষয় ছিল বলেই মনে করেছিল আধিকারিকদের একাংশ। আগামী দিনেও হোম সেন্টার পরীক্ষা নেওয়ার মডেলকেই অনুসরণ করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বলেই সূত্রের খবর। সে ক্ষেত্রে আগামী বছরের পরীক্ষাতে বেশকিছু পরিবর্তনও করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।