Madhyamik Result HS Result: WBBSE Class 10th and 12 Result 2024: West Bengal Board Exam Results Coming on this Date

Madhyamik Result HS Result: লোকসভা ভোটের মাঝেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল, তারিখ জানাল বোর্ড

লোকসভা ভোটের মাঝেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল। রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

প্রসঙ্গত,  ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট চলবে ১ জুন অবধি। ফলে ভোটের আবহে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে কিনা সে নিয়ে সংশয় ছিল।  তবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে।

এবার মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হয় ওই মাসের ১২ তারিখ। সেক্ষেত্রেব সব কিছু ঠিক থাকলে ৮০ দিনের মধ্যে মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।

অন্যদিকে এ বছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। ফল প্রকাশ হবে ৮ মে অর্থাৎ ৬৯ দিনের মাথায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।