madhyamik result will be announced on 3rd june

Madhyamik result : ৩ জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট?

দিন ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের। চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে ৩ জুন। বিবৃতি জারি করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।সকাল ৯টা ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। মোট ১৪টি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।

চলতি বছর ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়। এই বছর পরীক্ষার্থীর মোট সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে কোভিড বিধি মেনে। অতিমারি পরিস্থিতির কারণে গত বছর অর্থাৎ ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর নিরপদ্রুবেই পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়েছে। এ বার ফল প্রকাশের অপেক্ষা।

আরও পড়ুন: WB Teacher’s Recruitment 2022: আবারও বাংলায় হতে চলেছে শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি দিল SSC

কীভাবে মাধ্যমিকের রেজাল্ট (WB Class 10th Results 2022)দেখতে পাবেন?

১) ফল দেখতে প্রথমেইwbresults.nic.inবাwww.wbbse.wb.gov.inওয়েসাইটে যেতে হবে।

২) সাইটে’WBBSE Class 10th Results’লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) লিঙ্কে ক্লিক করলে যে নতুন পেজ খুলবে,সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) এরপর’সাবমিট’ (Submit)বোতামে ক্লিক করতে হবে।

৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভেসে উঠবে।

৫) পরবর্তীকালে তা ব্যবহার করার জন্য পেজটি ডাউনলোড করে রাখা ভালো।

আরও পড়ুন: UPSC 2021: প্রথম ৩ স্থান দখল মেয়েদের, ঘোষিত হল ইউপিএসসি সিভিল সার্ভিসের ফল