স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর রাজ্যের পড়ুয়াদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, এ বার ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি প্রকল্প আনা হচ্ছে। যার সুবিধা পাবেন কেবল রাজ্যে বসবাসকারী পড়ুয়ারা।
প্রকল্পের সম্পর্কে বিশদ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘রাজ্য সরকার একটা নতুন প্রকল্পের উদ্বোধন করছে। নাম স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম, ২০২২। এটা যারা বাংলায় বসবাস করে তাদের জন্য।’’ তিনি জানান, যাঁরা স্নাতক স্তরে পড়াশোনা করেছেন, পলিটেকনিক অথবা সমতুল যোগ্যতার অধিকারী, তাঁদের জন্য এই প্রকল্প।
যোগ্যতা: পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ন্যূনতম স্নাতক হতে হবে। পলিটেকনিক, আইটিআই বা সমতুল্য কোর্স করলেও ইন্টার্নশিপ করা যাবে। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
আরও পড়ুন: বর্ধমান মেডিক্যাল কলেজে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক রোগীর
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২ চালু হচ্ছে। যারা বাংলায় থাকেন এবং পড়াশোনা করছে আইটিআই, পলিটেকনিক পড়ুয়ারাও বা সমগোত্রীয় কোর্স পড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর যারা পাবে, ৪০ বছর বয়সের মধ্যে তারা এটা আবেদন করতে পারবে। বছরে ৬ হাজার করে ইন্টার্ন নেব। সরকারি স্কিমগুলোর সঙ্গে তাদের পরিচিত করাব। সামাজিক সেবা শিখবে। ৫ হাজার করে রেমুনারেশন দেওয়া হবে। তাদের প্রথমে ১ বছর ইন্টার্নশিপ। ভাল কাজ করলে তাদের আবার রিভিউ করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, ব্লক এবং পঞ্চায়েত অফিস ইত্যাদিতে কাজ পাবেন এই শিক্ষানবিশরা। ইন্টার্নশিপ শেষে তাঁদের একটি শংসাপত্র দেওয়া হবে। সেগুলি পরে উচ্চশিক্ষা বা চাকরিক্ষেত্রে সহায়ক হবে বলে জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘বলতে পারেন, এটা উন্নততর মানুষ তৈরির লক্ষ্য।’’ এ ছাড়া জয়হিন্দ বাহিনীর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘‘এঁদের উন্নততর মানুষ তৈরির ট্রেনিং দেওয়া হবে।’’
আরও পড়ুন: Union Budget 2022 : ‘পেগাসাস স্পিন বাজেট’, কটাক্ষ মমতার, ‘মিথ্যার স্বপ্নফেরি’ – বললেন অমিত মিত্র