সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে যা রেকর্ড। রাজ্যজুড়ে ১ হাজার ৪৩৫ প্রধানকেন্দ্র ও ২ হাজার ৭৫৯ উপকেন্দ্রে হবে পরীক্ষা। শেষবেলায় প্রস্তুতি চলছে জোরকদমে।
পরীক্ষা শুরুর প্রথম সোয়া এক ঘণ্টা শৌচালয়ে যেতে পারবে না মাধ্যমিক (Madhyamik Examination 2022) পড়ুয়ারা। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস ঠেকাতে এই ব্যবস্থা নিয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১১.৪৫ থেকে শুরু হতে চলেছে এই মেগা পরীক্ষা। বারোটা থেকে উত্তর লেখা শুরু। তিনটেয় পরীক্ষা শেষ। দুপুর ১.১৫ মিনিটের আগে হল থেকে কেউ বাইরে যাওয়ার অনুমতি পাবে না। আগে বাথরুম বা অন্য কারণে হলের বাইরে যাওয়ার অনুমতি মিলত ৪৫ মিনিট পরে।
আরও পড়ুন: West Bengal Job: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ৮ হাজার গ্রুপ সি কর্মী নিয়োগ, বেতন ১৫ হাজার
গত বছরের নভেম্বরেই মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। সঙ্গে উচ্চমাধ্যমিকেরও। করোনা পরিস্থিতির কারণে যখন এবারই প্রথম নিজের স্কুলেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রী, তখন চিরাচরিত নিয়মে মেনে পরীক্ষাকেন্দ্র যেতে হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের। মাস খানেক আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। শুক্রবারও লালবাজারে রাজ্য পুলিসের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
মাধ্যমিক ২০২২
———-
পরীক্ষাকেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে পড়ুয়াদের।
মুখে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।
প্রতিটা পরীক্ষাকেন্দ্র থাকবে আইসোলেশন রুম।
পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত।
পরীক্ষার শুরু ১৫ মিনিট আগে, ১১.৪৫-এ প্রশ্নপত্র দেওয়া হবে পড়ুয়াদের।
যেসব জায়গায় গণ্ডগোলের আশঙ্কা রয়েছে, সেখানে নেট বন্ধ রাখা হবে।
২৪ ফেব্রুয়ারি থেকে খোলা হয়েছে কন্ট্রোলরুম।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশেই রেলে চাকরি, জারি নোটিফিকেশন, জানুন কীভাবে আবেদন করবেন