অয়েল ইন্ডিয়া লিমিটেডে চুক্তিভিত্তিক ইলেকট্রিক সুপারভাইজার,অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেকট্রিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ফিটার, অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক,অ্যাসিস্ট্যান্ট রিগ মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্স,অ্যাসিস্ট্যান্ট মেকানিক পাম্প/অ্যাসিস্ট্যান্ট মেকানিক-আইসিই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অয়েল ইন্ডিয়া লিমিটেড সম্পর্কে বিশদ তথ্য যেমন যোগ্যতার মানদণ্ড ও গুরুত্বপূর্ণ বিবরণ নীচে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
Vacancy: OIL নিয়োগ 2023-এর সংক্ষিপ্ত বিবরণ
প্রতিষ্ঠানের নাম: অয়েল ইন্ডিয়া লিমিটেড
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.oil-india.com/
শূন্যপদ: ৬৯টি
পদের নাম: চুক্তিভিত্তিক ইলেকট্রিক সুপারভাইজার,অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেকট্রিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ফিটার, অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক,অ্যাসিস্ট্যান্ট রিগ মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্স,অ্যাসিস্ট্যান্ট মেকানিক পাম্প/অ্যাসিস্ট্যান্ট মেকানিক-আইসিই
শেষ তারিখ: 07-08-2023 থেকে 12-08-2023 ওয়াক-ইন-ইন্টারভিউ
OIL নিয়োগ 2023 এর জন্য যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণি, ট্রেড সার্টিফিকেট (প্রাসঙ্গিক শৃঙ্খলা) পাস হতে হবে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি পড়ুন।
আরও পড়ুন: Summer Vacation: গরমের ছুটি শেষ! স্কুল খোলার দিন জানিয়ে বিজ্ঞপ্তি নবান্নের
বয়স সীমা:
Contractual Electrical Supervisor:- ন্যূনতম: 18 বছর সর্বোচ্চ বয়সসীমা: জেনারেল: 35 বছর, OBC-NCL: 38 বছর, SC/ST: 40 বছর।
Contractual Assistant Rig Electrician: ন্যূনতম: 18 বছর সর্বোচ্চ বয়সসীমা: Gen: 35 বছর, OBC-NCL: 38 বছর, SC/ST: 40 বছর।
Contractual Assistant Fitter: ন্যূনতম: 18 বছর সর্বোচ্চ বয়সসীমা: জেনারেল: 30 বছর, OBC-NCL: 33, SC/ST: 35 বছর।
Contractual Assistant Diesel Mechanic: ন্যূনতম: 18 বছর সর্বোচ্চ বয়সসীমা: জেনারেল: 30 বছর, OBC-NCL: 33, SC/ST: 35 বছর।
Contractual Rig Maintenance Assistant: ন্যূনতম: 18 বছর। সর্বোচ্চ বয়স সীমা: জেনারেল: 35 বছর, OBC-NCL: 38 বছর, SC/ST: 40 বছর।
Contractual Assistant Mechanic Pump/Assistant Mechanic-ICE: ন্যূনতম: 18 বছর। সর্বোচ্চ বয়স সীমা: জেনারেল: 35 বছর, OBC-NCL: 38 বছর, SC/ST: 40 বছর। বিস্তারিত সম্পর্কে আরও জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।
OIL নিয়োগ 2023 এর জন্য নির্বাচন পদ্ধতি
নির্বাচন পদ্ধতি:- ওয়াক-ইন-প্র্যাকটিক্যাল/স্কিল টেস্ট সহ ব্যক্তিগত মূল্যায়ন (গুলি)। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পরীক্ষা করুন।
OIL নিয়োগ 2023 এর জন্য গুরুত্বপূর্ণ বিবরণ
গুরুত্বপূর্ণ তারিখ:-
ওয়াক-ইন-ইন্টারভিউ:- 07-08-2023 থেকে 12-08-2023 পর্যন্ত
আরও পড়ুন: Govt Jobs 2023: অবসরপ্রাপ্ত কর্মীদের চাকরির সুযোগ মমতার বাংলায়! কীভাবে পাবেন জানুন