On This Day - What Happened Today In History

On This Day: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯’ই আগস্ট, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী

দেবস্মিতা দত্ত:  আজ কিছু বিশেষ ঘটনা নিয়ে আলোচনা করবো যা আজকের মতো সাধারণ দিনকে বিশেষ করে তোলে।

তার আগে জানি আমরা এই বছরের ২২১ দিন অতিক্রম করেছি , ২২২ নম্বর দিন আজ , আর বাকি ১১৪টি দিন।
বাংলা মাসের ২৪’শে শ্রাবন ; সাল ১৪৩১।

ঘটনাবলী :

* আন্তর্জাতিক আদিবাসী দিবস।
* নাগাসাকি দিবস। (১৯৪৫ সাল, আমেরিকা কতৃক যুদ্ধে আমেরিকা ফ্যাট ম্যান নামক পরমাণু বোমার দ্বারা নাগাসাকির ৩৯ হাজার মানুষের মৃত্যু ঘটায়)
•বাংলাদেশের জাতীয় নিরাপত্তা দিবস।
•পিসার টাওয়ার নির্মিত হয় ১১৭৩ সালে।
•লর্ড কর্নওয়ালিস ইংল্যান্ডকে ১১ টি জেলায় বিভক্ত করেন ১৬৫৫ সালে।
* নেপোলিয়ান ওয়েস্টফলিয়া’কে ফরাসি সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন ১৮১০ সালে।
•প্রথম বাষ্পীয় রেল চলাচল শুরু হয় ১৮৩১ সালে।
* মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত নির্ধারিত হয় ১৮৪২ সালে।
* আলভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিন এর পেটেন্ট তৈরী করেন ১৯১০ সালে।
* ইস্তাম্বুল এর ভূমিকম্পে ৬ হাজার জন মৃত ঘোষিত হয় ও ৪০ হাজার গৃহহীন হয় ১৯১২ সালের এই দিনে।
* ১৯৪২ সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের আহ্বান করেন।
* আটলান্টিক মহাদেশের তলদেশে প্রথম কেবিল স্থাপন করা হয় ১৯৫৮ সালে।
* সিঙ্গাপুর , মালেশিয়া থেকে আলাদা হয়ে, স্বাধীন হয় ১৯৬৫ সালে।
* ১৯৭৫ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম টেলিভিশন , দূরদর্শনের আবির্ভাব হয় (বর্তমানে ডি ডি বাংলা নামে পরিচত) ।
* ২০০৮ সালে পুরুষদের ৪০০ মিটার ফ্রীস্টাইলে প্রতিযোগিতা সাঁতার শুরু হয় এই দিনে।